এই গরমে দিন শান্তির ঘুম! AC-র মত শীতলতা দেবে বিছানার চাদর, দাম মাত্র ৬৯৯ টাকা

এই গরমে মানুষকে নানা শারীরিক অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। ঘরে-বাইরে কোথাও উষ্ণতার দাবদাহ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। একদিকে বাড়ির বাইরে বেরোলে প্রাণ যাই-যাই অবস্থা হচ্ছে, তো অপরদিকে ঘরের মধ্যে ২৪ ঘণ্টা ফ্যান চালিয়েও স্বস্তি মিলছে না। তবে আপনি যদি এই ভরা গ্রীষ্মে একটু শান্তির ঘুম দিতে চান, তাহলে আপনাকে ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল’ আমেজ দেবে একটি বিছানার চাদর! শুনে অবাক হলেন বা ভাবছেন বিছানার চাদর তো গরম অনুভূতি দেয়, তা কীভাবে শীতলতা দেবে? তাহলে বলি আমরা যে সে চাদরের কথা বলিনি। আসলে বাজারে এমন একটি আধুনিক চাদর উপলব্ধ হয়েছে, যা বিছানোর সাথে সাথে বরফের মত ঠান্ডা হয়ে যায়। আর এই চাদরের ওপর শুয়ে থাকলে সহজেই ‘মাঘের হিমানী’ টের পেতে পারেন। আসুন এখন এই বিশেষ বিছানার চাদর সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই…

জুন-জুলাইয়ে পান শীতের আমেজ, তাও বাড়িতেই

বুঝতেই পারছেন, আলোচ্য বিছানার চাদরটি আধুনিক জমানার অত্যন্ত চমকপ্রদ প্রোডাক্ট। এর গঠন বা ফিচার সম্পর্কে বলি, এই কুলিং প্যাডে কোনো ফ্যান নেই; এছাড়াও, এতে নেই কোনো ভাইব্রেশন জাতীয় অস্বস্তি বা শব্দের ঝামেলা। গ্রাহকদের এটি শুধু বিছানায় পাততে হবে, আর এটি বিছানোর সাথে সাথেই ঠান্ডা অনুভূতি মিলবে। এটি সম্পূর্ণ নীরব থাকে। এটি তৈরিতে কুলিং জেল ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে, যা গরমের পরিবর্তে ঠান্ডা হতে শুরু করে এবং সারা শরীরের তাপ টেনে শীতলতা দেয়।

এতো গেল ফিচারের কথা। এখন প্রশ্ন হচ্ছে এই চাদর বা প্যাড নোংরা হয়ে গেলে কি করবেন? সেক্ষেত্রে জানিয়ে রাখি, কুলিং প্যাডটি বিছানার আসল চাদরের নীচে রাখতে হবে। এভাবে রাখলে প্যাডটি নোংরা হওয়ার সম্ভাবনাও খুব কম। তবে এটি ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করা (চাদরে কাপড় ঘষে সহজেই পরিষ্কার করা যায়) যেতে পারে। তবে মনে রাখবেন কোন অবস্থাতেই এটি ধোবেন না। কারণ ধোয়ার পর জেলের শীতলতা কমে যাবে।

কীভাবে এই বিশেষ চাদর কিনবেন?

আগ্রহীরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যম থেকেই এই কুলিং জেল ম্যাট্রেস কিনতে পারবেন। এক্ষেত্রে Amazon-এ এটি বাম্পার ডিসকাউন্টে মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাবে। তাছাড়া আজ অর্ডার করলে, ই-কমার্স সাইটটি এটিকে দুই দিনের মধ্যে বাড়িতে পৌঁছে দেবে।