Amazon Prime Day Sale-এ কেনাকাটা করতে চান? Vi ও Airtel ফ্রি-তে দিচ্ছে প্রাইম মেম্বারশিপ

ইতিমধ্যেই শপিংপ্রেমীরা জেনে গিয়েছেন যে, ইউজারদের জন্য খুব শীঘ্রই একটি ধামাকাদার সেল নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon (অ্যামাজন)। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী পরশু অর্থাৎ ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ‘Prime Day Sale’ (প্রাইম ডে সেল), যা চলবে ২৪ জুলাই পর্যন্ত। বরাবরই নিজেদের প্রাইম মেম্বারদের জন্য Amazon এই সেলে প্রচুর সুযোগসুবিধার বন্দোবস্ত করে থাকে। সেক্ষেত্রে এ বছরও সেল চলাকালীন মোবাইল, টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স ও অডিও প্রোডাক্টসহ নানাবিধ জিনিসে আকর্ষণীয় অফার এবং ডিলের সুবিধা পাবেন ক্রেতারা। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে, পছন্দের প্রোডাক্টগুলিকে অত্যন্ত সস্তায় কিনতে প্রতিবারের মতোই এবারেও ‘Amazon Prime Day Sale’ প্রাইম মেম্বারদের ব্যাপকভাবে সাহায্য করবে।

কীভাবে প্রাইম মেম্বার হওয়া যাবে?

যেহেতু শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্যই এই সেলের যাবতীয় সুবিধা উপলব্ধ, তাই এই সেলের অ্যাক্সেস পেতে চাইলে ইউজারদেরকে অবশ্যই প্রাইম মেম্বার হতে হবে। সেক্ষেত্রে যারা প্রাইম মেম্বার নন তাদের কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই; কারণ চাইলে তারাও এক চুটকিতেই প্রাইম মেম্বার হয়ে যেতে পারেন। আর তা কীভাবে হওয়া যাবে, সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি। আপনাদেরকে বলে রাখি, ইউজাররা এক বছরের জন্য ১,৪৯৯ টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারবেন। আবার, এক মাস ও তিন মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে চাইলে খরচ পড়বে যথাক্রমে ১৭৯ টাকা ও ৪৫৯ টাকা। এছাড়া, এয়ারটেল (Airtel) ও ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)-র এমন কিছু প্ল্যানও রয়েছে যেগুলি ব্যবহারকারীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ (Amazon Prime Membership) প্রদান করে; তবে এক্ষেত্রে প্ল্যানের বৈধতার ওপর নির্ভর করে মেম্বারশিপের সময়সীমা পরিবর্তিত হবে। এখানে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার পোস্টপেইড, প্রিপেইড মিলিয়ে এমনই ১২টি রিচার্জ প্ল্যানের কথা উল্লেখ করা হল। 

এই প্ল্যানগুলির রিচার্জে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে Amazon Prime Membership

১. Airtel-এর ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস, মোট ১০০ জিবি ডেটার পাশাপাশি ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাবেন ইউজাররা।

২. Airtel-এর ১,১৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: প্ল্যানটিতে মোট ১৫০ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়েছে। তদুপরি, এই প্ল্যানটি রিচার্জ করলে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পেতে সক্ষম হবেন গ্রাহকরা।

৩. Airtel-এর ১,৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে মোট ২৫০ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কলিং, রোজ ১০০টি এসএমএস এবং ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।

৪. Airtel-এর ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: কোম্পানির এই প্রিপেইড প্ল্যানটি ৫৬ দিনের বৈধতাসহ আসে। সুবিধা বলতে এতে ৫৬ দিনের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ছাড়াও প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা উপলব্ধ।

৫. Airtel-এর ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: সংস্থার এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং রোজ ১০০টি করে এসএমএসের পাশাপাশি ৮৪ দিনের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।

৬. Vodafone Idea-র ৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ছাড়াও মোট ৭৫ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধা মিলবে।

৭. Vodafone Idea-র ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: রিচার্জের জন্য বেছে নিলে এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস ও আনলিমিটেড ডেটার পাশাপাশি ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাবেন উপভোক্তারা।

৮. Vodafone Idea-র ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ছাড়াও মোট ২২০ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়।

৯. Vodafone Idea-র ১,০৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, সকল নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস ছাড়াও ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যাবে।

১০. Vodafone Idea-র ১,২৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যান মারফত মোট ৩,০০০ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা ছাড়াও ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

১১. Vodafone Idea-র ১,৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: এই প্ল্যানে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ ছাড়াও আনলিমিটেড ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস করার বিকল্প উপলব্ধ।

১২. Vodafone Idea-র ২,২৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: আজকের তালিকার সবচেয়ে বেশি দামি এই প্ল্যানটিতে আনলিমিটেড ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস করার সুবিধা দেওয়া হয়েছে। তদুপরি, এই প্ল্যানটি রিচার্জ করলে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মেম্বারশিপ পেতে সক্ষম হবেন গ্রাহকরা।