দাম বাড়লো Bajaj Pulsar এর সমস্ত মডেল সহ Avenger সিরিজের

Pulsar প্রেমীদের জন্য Bajaj নিয়ে আসলো একটি দুঃসংবাদ৷ সংস্থাটি তার সমগ্র পালসার রেঞ্জের বাইকগুলির দাম ফের একবার বাড়ানোর কথা ঘোষণা করেছে৷ মডেল অনুযায়ী Bajaj Pulsar -এর বিভিন্ন মডেলের দাম ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আসুন দিল্লির এক্স শোরুম অনুযায়ী বাজাজ পালসারের মডেলগুলির নতুন দাম জেনে নিই।

Bajaj Pulsar 125 Neon

পালসার রেঞ্জের সবচেয়ে সস্তা এই বাইকের দাম ৯৯৯ টাকা করে বাড়ানো হয়েছে৷ এর Drum ও Disc  ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে যথাক্রমে ৭২,১২২ টাকা ও ৭৬,৯২২ টাকা৷ অপরদিকে এর Split Seat Drum ও Split Seat Disc  ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল যথাক্রমে ৭৩,২৭৪ টাকা ও ৮০,২১৮ টাকা।

Bajaj Pulsar 150 

Pulsar 150 Neon এর দাম ১,৪৯৭ টাকা বেড়েছে এবং Pulsar 150 Standard ও Twin Disk মডেলের দাম ১৪৯৮ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ Pulsar 150 Neon এর নতুন দাম হয়েছে ৯২,৬২৭ টাকা৷ অপরদিকে Standard ও Twin Disk মডেল কিনতে গেলে খরচ করতে হবে যথাক্রমে ৯৯,৫৮৪ টাকা ও ১,০৩,৪৮২ টাকা৷    

Pulsar 180F ও Pulsar 200F এর দামও ১,৪৯৮ টাকা বাড়ানো হয়েছে৷ Pulsar 180F এর নতুন দাম হল ১,১৩,০১৮ টাকা ও Pulsar 220F কেনার জন্য এখন থেকে খরচ করতে হবে ১,২৩,২৪৫ টাকা ৷ 

এবার Pulsar NS ও RS বাইকের কথায় আসা যাক৷ Pulsar NS160 এর দাম ১,৪৯৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১,০৮,৫৮৯ টাকা৷ অন্যদিকে ১৪৯৮ টাকা বেড়ে Pulsar NS200 ও বাজাজের ফুল ফেয়ারিং ডিজাইনের বাইক RS 200 এর নতুন দাম হয়েছে যথাক্রমে ১,৩১,২১৯ টাকা এবং ১,৫২,১৭৯ টাকা (এক্স-শোরুম,দিল্লি)৷ 

শুধুমাত্র Pulsar রেঞ্জ নয়, Bajaj Avenger Street 160 ও Avenger Cruise 200 বাইকদুটির দামও ১,৪৯৭ টাকা করে বেড়ে হয়েছে যথাক্রমে ১,০১,০৯৪ টাকা ও ১,২২,৬৩০ টাকা৷