৭ হাজার টাকার কমে লঞ্চ হল Gionee Pro Max, আছে বিশাল বড় ব্যাটারি

প্রত্যাশা মতই আজ ভারতে লঞ্চ হল Gionee Pro Max। এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া জিওনি ম্যাক্স এর আপগ্রেড ভার্সন। আমাদের অনুমান সত্যি করে ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। Gionee Pro Max এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে আছে Spreadtrum 9863A প্রসেসর, ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা।

Gionee Pro Max এর দাম ও লভ্যতা

জিওনি ম্যাক্স প্রো এর ভারতে দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের। ফোনটি ব্ল্যাক, রেড ও ব্লু কালারে পাওয়া যাবে। আগামী ৮ মার্চ দুপুর ১২ টায় Flipkart থেকে এর সেল শুরু হবে।

Gionee Pro Max এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের জিওনি ম্যাক্স প্রো ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১৬০০ x ৭২০। ডিসপ্লের প্রটেকশনের জন্য আছে ২.৫ডি কার্ভড গ্লাস। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৬ গিগাহার্টজ অক্টা কোর Spreadtrum 9863A প্রসেসর। সাথে আছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Gionee Pro Max ফোনের পিছনে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। এই ক্যামেরায় স্লো মো, টাইম ল্যাপস, এইচডিআর ,মোড প্রভৃতি আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাবেন ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ ইউজাররা এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। এই ফোনের ওজন ২১২ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন