AI: একসঙ্গে 1000 জনের সাথে প্রেম, অনলাইন ডেটিং থেকে আয় মাসে লাখ টাকা করছেন এই মহিলা

ChatGPT তো এখন খুব জনপ্রিয় নাম, তবে এবার AI টুলকে কাজে লাগিয়ে এক মহিলা এমন অনলাইন ডেটিং চালাচ্ছেন যাতে করে একসাথে হাজার জনের সাথে প্রেম এবং লাখ টাকা আয় – দুইই হচ্ছে।

প্রযুক্তির ওপর মানুষের নির্ভরশীলতা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে শুধু টেকনোলজির ওপর ভিত্তি করে মানুষ এখন অনলাইন মাধ্যমে বন্ধু বা সঙ্গী খুঁজছেন। এতে করে সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে। তবে প্রযুক্তি এবং রোম্যান্সের মধ্যেকার ব্যবধান ঘুচিয়ে এবার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আশ্চর্য জিনিস ঘটিয়ে বসেছেন। এমনিতে এখনকার সময়ে সম্পর্কে বহুগামিতার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু ওই মহিলা নিজের এমন একটি AI ক্লোন (clone) তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, তিনি এর জন্য প্রতি মিনিটে ১ ডলার অর্থাৎ ৮০ টাকা চার্জ নিচ্ছেন; এতে করে তার লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে। মজার বিষয় হল যে, ইনফ্লুয়েন্সার মহিলাটি কারো সাথেই দেখা করেনি; শুধু CarynAI নামের ক্লোন বানিয়েই তিনি সবাইকে আঙুলের ডগায় ঘোরাচ্ছেন।

একসাথে ১,০০০ ছেলের সঙ্গে ডেটিং, প্রযুক্তির কামাল নাকি অপব্যবহার?

এই প্রসঙ্গে বলে রাখি, উল্লিখিত বিশেষ এআই ক্লোনের নির্মাতা মহিলার নাম ক্যারিন মার্জোরি এবং তিনি নিজের নামেই অদ্ভূত ক্লোন বানিয়েছেন। এক্ষেত্রে জর্জিয়া নিবাসী ক্যারিনের এআই টুলটি মানুষজনের মধ্যে এত সংবেদন সৃষ্টি করেছে যে, তারা ভার্চুয়াল ক্লোনের সাথে ‘কোয়ালিটি টাইম’ তথা সময় কাটাতে সাগ্রহে সাইন-আপ করছে। এখনও পর্যন্ত, ১,০০০ জনের বেশি মানুষ ক্যারিন-এআইয়ে সাইন আপ করেছে বলে জানা গিয়েছে। মার্জোরি বলেছেন যে, তার অনেক অনুরাগী তার সাথে সময় কাটাতে চান, তবে একই সাথে সবাইকে সময় দেওয়া সম্ভব নয়, তাই তিনি এআইকে এই কাজে ব্যবহার করছেন। উল্লেখ্য, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কারিন মার্জোরির লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে – স্ন্যাপচ্যাটে তাঁর ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, যেখানে ইনস্টাগ্রামে তাঁর ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। শুনলে অবাক হবেন, ওই ‘মহিলা’র বয়স মাত্র ২৩ বছর।

ক্লোনের সাথে ডেট করার চার্জ প্রতি মিনিটে ৮০ টাকা!

আগেই বলেছি যে, মার্জোরি, তার এআই ক্লোনের সাহায্যে ডেটিংয়ের জন্য প্রতি মিনিটে ১ ডলার মানে ৮০ টাকা করে চার্জ নেন। জানা গিয়েছে যে, তাঁর ওই বট এখনও পর্যন্ত ৭১,৬১০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৫৮ লক্ষ টাকা) আয় করেছে। মার্জোরির মতে, এআই, ভবিষ্যতে অনলাইন মিথস্ক্রিয়াগুলির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করেন যে তাঁর বানানো ক্যারিন-এআইয়ের সাফল্য মাসিক উপার্জন ৫ মিলিয়ন ডলার (প্রায় ৪১,১২ কোটি টাকা) বাড়িয়ে দিতে পারে, তবে এর জন্য ১.৮ মিলিয়ন মানুষকে এই এআই প্রোগ্রামে সাবস্ক্রাইব করতে হবে।

OpenAI-এর প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে CarynAI

প্রসঙ্গত উল্লেখ্য, ক্যারিন-এআই নামক ক্লোন টুলটি জনপ্রিয় চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআইয়ের জিপিটি-৪ এপিআই (GPT-4 API) দ্বারা চালিত। এটি সাধারণ মানুষকে হৃদয়গ্রাহী কথোপকথন এবং এমনকি ভার্চুয়াল রোম্যান্সে উদ্বুদ্ধ করে।