মহিলাদের জন্য বাজারে এল বিশেষ Gizmore India called Slate স্মার্টওয়াচ, দাম বাজেটের মধ্যে

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Gizmore সংস্থার নতুন স্মার্টওয়াচ, যার নাম India called Slate। সংস্থার মতে, এটি ভারতীয় সংস্থা দ্বারা নির্মিত প্রথম স্মার্টওয়াচ, যা কেবলমাত্র মহিলাদের জন্যই বানানো হয়েছে। সংস্থার সিইও তথা কো ফাউন্ডার সঞ্জয় কুমার কালিরোনা জানিয়েছেন, ‘বাজারে অনেক ধরনের স্মার্টওয়াচ এসেছে, যা মহিলারা ব্যবহার করছেন। কিন্তু সেগুলির মধ্যে কোনোটি বড় ডিসপ্লে কিংবা কোনোটি তাদের জন্য খুব বেশি মাত্রায় স্পোর্টি। তাই শুধুমাত্র মহিলাদের কথা মাথায় রেখেই আমাদের সংস্থা ফিটনেস এবং ওয়েলনেস মোড সহ এমন একটি স্মার্টওয়াচ ডিজাইন করেছে, যা মহিলাদের জন্য যথোপযুক্ত।’ ব্লুটুথ কলিং ফিচার ছাড়াও স্মার্টওয়াচটিতে রয়েছে আইপিএস কার্ভড ডিসপ্লে এবং এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Gizmore India called Slate স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Gizmore India called Slate স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে গিজমোর ইন্ডিয়া কল স্লেট স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৬৯৯ টাকা। কিন্তু বর্তমানে ই-কমার্স সাইট স্ন্যাপডিলে এটি ২,২৯৯ টাকায় উপলব্ধ। তবে প্রথম ১০০ জন ক্রেতাই এই অফারটি পাবেন। পিঙ্ক, গ্রে এবং ব্ল্যাক এই তিনটি কালার অপশনে ক্রেতাদের কাছে এসেছে নতুন এই স্মার্টওয়াচ।

Gizmore India called Slate স্মার্টওয়াচের ফিচার এবং স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে গিজমোর ইন্ডিয়া কল স্লেট স্মার্টওয়াচটি মহিলাদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। তাই এতে রয়েছে একটি অভিনব ডিজাইন। আয়তক্ষেত্রকার ডায়ালের সাথে থাকছে ১.৫৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জলতা ৫০০ নিট। তাছাড়া এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে। শুধু তাই নয়, মেটালের ফ্রেমের সাথে এতে দেওয়া হয়েছে সিলিকনের স্ট্র্যাপ ।

যেহেতু মহিলাদের জন্য স্মার্টওয়াচটি ডিজাইন করা হয়েছে তাই এতে একাধিক ওয়েলনেস ফিচার উপলব্ধ। এগুলি হল হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, স্লিপ ট্র্যাকার, হাইড্রেশন অ্যালার্ট, মেডিকেটেড ব্রিদিং এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার। তাছাড়া ওয়্যারেবলটিতে পাওয়া যাবে একাধিক স্পোর্টস মোডের সুবিধা। তার মধ্যে থাকছে রানিং, যোগা, সুইমিং, বাস্কেটবল, সাইক্লিং, ট্রাকিং, এ্যারোবিক্স ইত্যাদি।

অন্যদিকে, Gizmore India called Slate স্মার্টওয়াচে রয়েছে বডি টেম্পারেচার মেজারমেন্ট, ব্লুটুথ কলিং এবং আলেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এছাড়া ব্যবহারকারী যাতে ডিসপ্লেতে তাদের পছন্দমতো ওয়াচফেস ব্যবহার করতে পারেন, তার জন্য এতে পাওয়া যাবে ১০০ টির বেশি ওয়াচফেস। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি সাতদিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।