বাজারে এল কোমরে বাঁধা AC, বাইরে চলতে চলতে পাবেন ঠান্ডা হাওয়া, দামও আকর্ষণীয়

প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি পেতে গেলে প্রথমে সকলের মাথায় আসে এসি বা এয়ার কন্ডিশনারের (Air Conditioner) কথা। তবে এসি কেবলমাত্র ঘরের ভিতরেই তীব্র তাপপ্রবাহ…

প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি পেতে গেলে প্রথমে সকলের মাথায় আসে এসি বা এয়ার কন্ডিশনারের (Air Conditioner) কথা। তবে এসি কেবলমাত্র ঘরের ভিতরেই তীব্র তাপপ্রবাহ থেকে আপনাকে রক্ষা করবে। কিন্তু বাইরে বেরোলে আপনি সেটিকে আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। তবে আপনি জেনে অবাক হবেন যে, এবার থেকে আপনি চাইলে আপনার এয়ার কন্ডিশনারটি বাইরে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন! কারণ Gloture নামের একটি টোকিওর গ্যাজেট কোম্পানি এমন এক এসি লঞ্চ করেছে যেটিকে আপনি সর্বত্র নিয়ে যেতে পারবেন। কোম্পানিটির এই লেটেস্ট প্রোডাক্টটির নাম Gloture WearCool। কোম্পানি জানিয়েছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা করার জন্যই এই প্রোডাক্টটি বানানো হয়েছে। আর আপনি এটিকে যেকোনো জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে পারেন।

প্রচন্ড গরমেও শীতল অনুভূতি দেবে ডিভাইসটি

কোম্পানিটি এই ওয়্যারকুল প্রোডাক্টটিকে একটি বেল্ট আকারে তৈরি করেছে। ফলে আপনি এটিকে কোমরে বেঁধে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। আর সংস্থাটি দাবি করছে যে, এটি শরীরের উপরের অংশকে শীতল রাখতে সাহায্য করে। আসলে এই পোর্টেবল এয়ার কন্ডিশনার বেল্টের পাখা গুলির একটি সিরিজ আছে। সেই সাথে এটির কেসের ভিতর একটি তাপ শোষণকারী পিসিএম (ফেজ চেঞ্জ মেটেরিয়াল) রয়েছে। এই পাখাগুলি ভেন্টের মাধ্যমে ক্রমাগত উপরের দিকে বাতাস ছাড়তে থাকে। ফলে দীর্ঘ সময় পর্যন্ত শরীরের উপরের অংশে শীতল বাতাস পাওয়া যায় এবং এই তীব্র গরমেও শরীর ঠান্ডা থাকে।

এই আশ্চর্যজনক ডিভাইসটির ওজন মাত্র ৪৮৮ গ্রাম। আর এটি প্রতি সেকেন্ডে পাঁচ মিটার গতিতে বাতাসকে চালিত করে একটি মনোরম শীতল পরিবেশ তৈরি করে।

অ্যাপের মাধ্যমে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা যাবে

ব্যবহারকারীর সুবিধার জন্য এটির সাথে মোবাইল অ্যাপ সাপোর্ট-এর সুবিধাও দেওয়া হয়েছে। এই অ্যাপ জাপানি এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যায়। আর এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে এবং স্পেসিফিক ফ্যান কনফিগারেশন নির্বাচন করতে পারেন। আপনি চাইলে এই অ্যাপটির সাহায্যে সবকটি ফ্যান চালাতে পারেন অথবা সামনের এবং পিছনের দুটি ফ্যানও চালাতে পারেন।

একবার চার্জ দিলে চলবে প্রায় ১৭ ঘণ্টা

কোম্পানিটি জানিয়েছে তাদের তৈরি করা এই ডিভাইসটির ব্যাটারি লাইফ প্রায় ১৭ ঘন্টা। অর্থাৎ আপনি একবার চার্জ করে সারাদিন দীর্ঘ সময়ের জন্য এটিকে ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, আপনি আপনার কোমরের আকার অনুযায়ী এই বেল্টটিকে ৭০ থেকে ১০৫ সেমি পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন।

ডিভাইসটির দাম

এই The WearCool প্রোডাক্টটি এখন আপনি Glochar-এর অনলাইন শপ এবং ModernG থেকে ৩২,৫০০ ইয়ান বা প্রায় ১৯,২০০ টাকায় কিনতে পারবেন।