কমবে জালিয়াতি, ইমেল অ্যাকাউন্টে কোম্পানির ভেরিফায়েড লোগো যুক্ত করবে Gmail

ইমেল পাঠিয়ে জালিয়াতির ঘটনা এখন আকছার ঘটছে। জনপ্রিয় একটি কোম্পানির নাম ব্যবহার করে জালিয়াতরা সহজেই মানুষকে ফাঁদে ফেলছে। আর সেকারণেই Google নতুন একটি ফিচার নিয়ে আসতে চলেছে তাদের Gmail সার্ভিসে। আপনারা হয়তো অনেকেই জি সুইটের ব্যাপারে জেনে থাকবেন। এই জি সুইট হলো গুগলের একটি পেইড সার্ভিস। এবার, G Suite অ্যাকাউন্টে গুগলের তরফ থেকে ভেরিফাইড ইমেইল অ্যাকাউন্টে অথেন্টিকেশন লোগো যুক্ত করা হবে । এছাড়াও গুগল আর কিছুদিনের মধ্যেই, তাদের সার্ভিসে BIMI পাইলট শুরু করতে চলেছে।

যদি বর্তমানে আপনার বুক মাই শো থেকে কোন টিকিট বুকিং হয়, অথবা মিন্ত্রা থেকে কোন জামা কাপড়ের অর্ডার আসে, তাহলে আপনি আপনার জিমেইল বক্সে প্রথমে সেই কোম্পানির নাম দেখতে পান। এর ফলে অনেক সময় বোঝা অসুবিধা হয় যে, ইমেল আসল কোম্পানি থেকে এসেছে নাকি কোন জালিয়াত এরকম কোম্পানির নাম ব্যবহার করে মেইল পাঠিয়েছে। এই কারণেই গুগল নিয়ে আসতে চলেছে তাদের Gmail for GSuite ফিচারটি। এই নতুন ফিচারে, কোম্পানিগুলি তাদের ইমেইল প্রাপকদের কাছে নিজের আইডেন্টিটি ভেরিফাই করতে পারবে। পরিবর্তে, ইমেইল প্রাপকরা জানতে পারবে, যে সেই ইমেইল আসল কোম্পানি থেকে এসেছে নাকি কোন ভুয়ো কোম্পানি থেকে এসেছে।

এই নতুন প্রোগ্রামটি পূর্ব উল্লেখিত BIMI পাইলট প্রোগ্রামের একটি অংশ হিসেবে কাজ করবে। এই নতুন DMARC প্রোগ্রামে যে কোম্পানিগুলো তাদের ইমেইল ভেরিফাই করাবে, তারা নিজেদের কর্পোরেট লোগো খুবই সহজে গুগলের মাধ্যমে ভেরিফাই করিয়ে নিতে পারবে। সমস্ত পদ্ধতি পূরণ করার পরে, গুগল তাদের জিমেইল ইউজার ইন্টারফেসে, ওই কোম্পানির অফিশিয়াল লোগো তাদের অ্যাভাটারের জায়গায় দেখাবে।

আপাতত এই নতুন সার্ভিস নির্দিষ্ট কিছু কোম্পানির মাধ্যমে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে, প্রথম সারির সমস্ত কোম্পানির লোগো ভেরিফাই করে নেওয়া হবে, যার পরে আপনারা সকলেই ইমেইল যাচাই করতে সক্ষম হবেন।