Google Pixel 5A ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সহ আসছে, হার মানবে DSLR

টেক জায়ান্ট Google (গুগল)-এর একজন মুখপাত্র সম্প্রতি Pixel 5a স্মার্টফোনের অস্বিত্বের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছিলেন৷ Pixel 4a-এর সাক্সেসর হিসেবে Pixel 5a যে চলতি বছরেই লঞ্চ হচ্ছে, সেটি তার বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছিল৷ যদিও স্মার্টফোনটি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চেষ্টার কসুর করছে না গুগল৷ কিন্তু তা সত্বেও পিক্সেল ৫এ স্মার্টফোনের বিষয়ে গুগল অনিচ্ছাকৃতভাবেই কিছু তথ্য প্রকাশ করেছে৷

সম্প্রতি গুগলের এক ব্লগ পোস্টের বিষয় ছিল, ব্রাকেটিং সহ এইচডিআর+ কীভাবে পিক্সেল ফোনে (পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ) কাজ করে৷ জানিয়ে রাখি, এই ফিচারটি ছবির মান আরও উন্নত করতে বিভিন্ন এক্সপোজার টাইমে তোলা ছবিগুলিকে মার্জ করে (বিশেষত অন্ধকারে)৷ ফলস্বরূপ, নয়েজ হ্রাস পাওয়ার পাশাপাশি, প্রাকৃতিক রঙ ছবিতে ফুটে ওঠে এবং টেক্সচার ও ডিটেলস উন্নত হয়ে ওঠে৷ ব্লগে উল্লিখিত ক্যামেরা প্রযুক্তিটি কীভাবে কাজ করে তা প্রদর্শন করার জন্য ব্লগে গুগল ফটো গ্যালারির একটি লিঙ্ক অর্ন্তভুক্ত করেছিল৷ মজার বিষয় হল, যেখানে ছবিগুলির মধ্যে একটি এখনও লঞ্চ না হওয়া Google Pixel 5A স্মার্টফোনে তোলা হয়েছিল, ছবির মেটাডেটা অন্তত তাই বলছে৷

মেটাডেটা থেকে গুগলের আপকামিং ফোনটির ক্যামেরা হার্ডওয়্যারের বিষয়েও জানা গিয়েছে৷ মেটাডেটা বলছে, ছবিটি ১২.২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা সেন্সর দ্বারা এফ/২.২ অ্যাপারচার ও ৫১ আইওএস-এ তোলা হয়েছে৷ যা ইঙ্গিত দিচ্ছে, পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ৫জি-র মতো পিক্সেল ৫এ ডুয়াল ক্যামেরা সিস্টেম সহ আসতে পারে৷ বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হয়ে যাওয়ার পর গুগল অবশ্য ছবিটি মুছে ফেলেছে৷ তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি৷ কারণ, তার আগেই নেওয়া ছবির স্ক্রিনশট ইতিমধ্যেই প্রকাশ্যে৷

Google Accidentally Leaked Pixel 5A Camera

প্রসঙ্গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল, গত বছর লঞ্চ হওয়া পিক্সেল ৪এ ৫জি ও পিক্সেল ৫ স্মার্টফোনের মতো পিক্সেল ৫এ স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর সহ আসতে চলেছে৷ সম্প্রতি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ডেভেলপার প্রিভিউ দেখে 9to5Gogole এমনই জানিয়েছিল৷ 9to5Gogole, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ডেভেলপার প্রিভিউ ৩-এ “sm7250” মডেল নম্বর সহ Barbet কোড নামের একটি হ্যান্ডসেট খুঁজে পেয়েছিল৷ এই প্রসঙ্গে বলে রাখি, পূর্বে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল যে, আপকামিং পিক্সেল ৫এ স্মার্টফোনের কোড নাম “Barbet”৷ আবার স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেটের মডেল নম্বর যে “sm7250”, তা আমরা সবাই কমবেশি জানি৷ তাই আসন্ন Pixel 5A স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট ব্যবহারের কথা নিশ্চিতভাবে বলা যায়৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago