Android TV 13: আপনার বাড়ির ইলেকট্রিক ও ইন্টারনেট বিল কমাতে চলেছে Google, জানুন কীভাবে

বর্তমান ডিজিটাল যুগে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় সমস্ত গ্যাজেটই স্মার্ট হয়ে উঠেছে। ফোন থেকে শুরু করে টিভি – সমস্ত যন্ত্রের আগেই এখন এই শব্দটি যুক্ত হয়ে গেছে। তবে এখানেই যে বিশ্বের নামজাদা টেক জায়েন্টগুলি থেমে থাকছে তা কিন্তু নয়, বরং কীভাবে এই গ্যাজেটগুলিকে আরও বেশি ‘স্মার্ট’ করে তোলা যায়, সেই লক্ষ্যে সংস্থাগুলি ক্রমাগত অহরহ পরিশ্রম করে চলেছে। আর এই প্রসঙ্গে টেক জায়েন্ট গুগলের (Google) কথা একবার উল্লেখ না করলেই নয়। বিশ্বের সকল ইউজারদের সুবিধার্থে সংস্থাটি এমনিতে একের পর এক ডিভাইসকে কেন্দ্র করে নিত্যনতুন ফিচার রোলআউট করে। তবে এবার সংস্থাটি অ্যান্ড্রয়েড টিভির পরবর্তী ভার্সনে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করতে চলেছে বলে খবর পাওয়া গেছে। আসুন, এ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Android TV 13 ও নতুন ফিচার

অ্যান্ড্রয়েড টিভির পরবর্তী ভার্সনে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হতে চলেছে, যার সুবাদে আপনার বাড়ির ইলেকট্রিক এবং ইন্টারনেট বিলের খরচ কমতে পারে। আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি; গুগল অ্যান্ড্রয়েড টিভি ১৩ (Android TV 13)-এ একটি লো পাওয়ার মোড টেস্ট করছে যা কেবল আপনার ইলেকট্রিকের বিলের খরচ বাঁচাতেই সহায়তা করবে না, উপরন্তু বড়ো স্ক্রিনে চলমান বিভিন্ন অ্যাপ্লিকেশন দ্বারা ব্যবহৃত ডেটার পরিমাণও নিয়ন্ত্রণ করবে। রোলআউট হওয়া মাত্রই এই ফিচারটি যে ইউজারদের জন্য ব্যাপকভাবে কার্যকর তথা সহায়ক হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। আবার, অ্যান্ড্রয়েড টিভি ১৩-এ পিকচার-ইন-পিকচার মোড টেস্ট করা হচ্ছে বলেও জানা গেছে। এই ফিচারের অধীনে গুগল লেটেস্ট ডিসপ্লে রেশিও নিয়ে কাজ করছে, যার সুবাদে ইউজাররা আগামীদিনে আরও ভালো পিকচার কোয়ালিটি দেখার সুযোগ পাবেন।

ইউজারদের সুবিধা তথা সুরক্ষার কথা মাথায় রেখে যদিও গুগল ক্রমাগতই বিভিন্ন ডিভাইসে একের পর একের নতুন ফিচার সংযোজন করে চলেছে, কিন্তু তা সত্ত্বেও স্মার্ট টিভি প্ল্যাটফর্মের ক্ষেত্রে গুগলের আরও অনেক বেশি ফিচার যুক্ত করা প্রয়োজন বলে অনেকেই মনে করেন। অন্যভাবে বললে, গত কয়েক বছর ধরেই এই প্ল্যাটফর্মে বেশ কিছু প্রয়োজনীয় টুলসের অভাব রয়েছে বলে ইউজার তথা বিশেষজ্ঞদের ধারণা। যেমন – স্মার্টফোনের মতো অ্যান্ড্রয়েড টিভিতে কোনো শক্তিশালী সফ্টওয়্যার সাইকেল নেই, যার ফলে এখনও লক্ষ লক্ষ ইউজার পুরোনো ভার্সন ব্যবহার করে চলেছেন। আর মার্কেটে ফায়ার টিভি স্টিকের (যা সাধারণ টিভিকেও স্মার্ট টিভি করে তুলতে সক্ষম) মতো ডিভাইসের আবির্ভাব ঘটায় এই জাতীয় গ্যাজেটগুলি ব্যবহারের দিকে এখন বহু ক্রেতাই ঝুঁকছেন। এদিকে কোম্পানি যেহেতু একাধিক নতুন মডেল বাজারে অহরহ লঞ্চ করছে, ফলে খুব স্বাভাবিকভাবেই পুরোনো মডেল ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সেক্ষেত্রে ভবিষ্যতে গুগল এই বিষয়গুলিকে নজরে আনবে বলেই আশা করা যেতে পারে।

প্রসঙ্গত, এই যাবতীয় ফিচারগুলি অ্যান্ড্রয়েড টিভি ১৩-এ আদৌ আসবে কি না, তা তো একমাত্র সময়ই বলতে পারবে। আগামী অক্টোবরে স্মার্ট টিভির পরবর্তী ভার্সনের অফিশিয়াল রোলআউট হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, ওই একই সময়ে পিক্সেল ফোনসহ অন্যান্য বেশ কিছু ব্র্যান্ডের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন রিলিজ হতে চলেছে। এক্ষেত্রে আগামী মাসে আয়োজিত Google I /O 2022-এ অ্যান্ড্রয়েড টিভি বা ফোনের আসন্ন ভার্সন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে যাবতীয় খবরাখবর পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে তা জানাতে থাকবো। তাই লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন টেকগাপে।