Google Chrome-এ মিলল বড়সড় সুরক্ষা ত্রুটি, অবিলম্বে নতুন ভার্সনে আপডেট করার নির্দেশ সরকারের

টেক জায়ান্ট Google (গুগল)-এর Chrome (ক্রোম) গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত তথা ব্যাপক জনপ্রিয় ওয়েব ব্রাউজার। অজানাকে জানার ইচ্ছে হলে এই জিনিসটির কথাই সর্বপ্রথম সকলের মাথায় আসে। আর তাই ইউজারদের সুবিধার্থে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিনটি তাদের এই ব্রাউজারটিকে নিরাপত্তার দিক থেকে প্রতিনিয়তই উন্নত করার নিরলস চেষ্টা করে থাকে। যদিও Google Chrome যে সম্পূর্ণভাবে সুরক্ষিত তা কিন্তু বলা যায় না। মাঝে মধ্যেই এতে নানা ধরনের গলদ ধরা পড়ে। সেক্ষেত্রে সম্প্রতি সাইবার আক্রমণকারীদের হাত থেকে এই ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করতে একটি নির্দেশিকা জারি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন (CERT-In)।

সংস্থাটি জানিয়েছে যে, যারা গুগল ক্রোমের ৯৯.০.৪৮৪৪.৭৪ বা তার আগের ভার্সন ব্যবহার করছেন, তাদের অবিলম্বে এগুলির ব্যবহার ছেড়ে দিয়ে নতুন ভার্সনে ব্রাউজারটিকে আপডেট করতে হবে। কারণ গুগল ক্রোমে একাধিক সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তাজনিত ত্রুটির খবর পাওয়া গেছে, যার সাহায্যে দূর থেকেই কোনো আক্রমণকারী অত্যন্ত অনায়াসে একটি টার্গেটেড সিস্টেমের সম্পূর্ণ অ্যাক্সেস পেতে সক্ষম হবে। ল্যাপটপ, মোবাইল, কিংবা ট্যাবলেট – যেকোনো বৈদ্যুতিন ডিভাইসই এই ধরনের সাইবার আক্রমণের শিকার হতে পারে। তাই উল্লিখিত ভার্সনের গুগল ক্রোমের ব্যবহার অবিলম্বে বর্জন করা একান্ত আবশ্যক।

সরকারের তরফে জারি করা অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে, গুগল ক্রোমে এই ধরনের ত্রুটির অস্তিত্ব থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে। গুগল ক্রোম ব্রাউজারে ব্লিঙ্ক লেআউট, এক্সটেনশন, সেফ ব্রাউজিং, স্প্লিটস্ক্রিন, অ্যাঙ্গেল, নিউ ট্যাব পেজ, ব্রাউজার ইউআই, এবং জিপিইউ-তে অত্যধিক বাফার ওভারফ্লো হওয়ার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই জাতীয় ফাঁকফোকরগুলিকে কাজে লাগিয়ে একজন দূরবর্তী আক্রমণকারী খুব সহজেই ইউজারের সিস্টেমে হানা দিতে পারে। তাই সকল ব্যবহারকারীদের অবিলম্বে তাদের ব্রাউজারটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করা উচিত।

উল্লেখ্য যে, ইউজারদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে সরকারের তরফে এর আগেও বহুবার গুগল ক্রোম সম্পর্কিত নির্দেশিকা জারি করা হয়েছে। এর মূল কারণ হল, গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজিং অ্যাপ। তাই বড়োসড়ো মাপের ইউজারবেস হওয়ায় এই ব্রাউজারে যদি কোনো নিরাপত্তাজনিত ত্রুটি থাকে, তাহলে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ইউজারদের সংখ্যাও প্রচুর পরিমাণে বেশি হবে। তাই কোনো ফাঁকফোকরের সন্ধান পেলেই সরকারি টিম ব্যবহারকারীদের আগাম সতর্কতা দিয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী গুগল ক্রোমের সর্বোচ্চ ৬৫.৩৮% মার্কেট শেয়ার রয়েছে, যেখানে অ্যাপল (Apple)-এর ব্রাউজিং প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফ্ট এডজ (Microsoft Edge)-এর মার্কেট শেয়ার যথাক্রমে ৯.৮৪ এবং ৯.৫ শতাংশ।