ব্রাউজিং হবে আরও সুরক্ষিত, Google Chrome আনছে HTTPS only মোড

ওয়েব ব্রাউজিংয়ের দুনিয়ায় গুগল ক্রোম (Google Chrome) একটি বিকল্পহীন নাম। অসংখ্য মানুষ গুগলের এই ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। জনপ্রিয় হলেও এই ব্রাউজারে এতদিন সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতো। কিন্তু খুব তাড়াতাড়ি গুগল ক্রোম (Google Chrome) ওয়েব ব্রাউজারে এমন একটি ফিচার সংযোজিত হতে চলেছে যা এর সুরক্ষাব্যবস্থাকে পূর্বের থেকে কয়েকগুণ বেশী মজবুত করবে। গুগলের এই নয়া ফিচারটি হলো HTTPS-only মোড, যা ব্রাউজিংয়ের সময় আমাদের কানেকশনকে পুরোপুরি নিরাপদ করবে। এর ফলে ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষাজনিত দুর্ভাবনা অনেকটা দূর হবে বলেই প্রযুক্তি মহল মনে করছে।

Google Chrome-এ আসছে HTTPS-only Mode

9to5Google ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই গুগল ক্রোম ব্রাউজারে এইচটিটিপিএস-অনলি মোডটি সংযোজন করা হবে। এই ফিচারের সবথেকে বড় সুবিধা হলো, এটি আমাদের যে কোন ওয়েবসাইটের সম্পূর্ণ সুরক্ষিত সংস্করণে নিয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অসাধু প্রতিষ্ঠান ও হ্যাকারদের দ্বারা আক্রান্ত হওয়ার ভয় অনেকটাই কমবে যা সত্যিই বড্ড স্বস্তির খবর। তবে অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে Mozilla Firefox ব্রাউজারে ইতিমধ্যেই HTTPS মোডের অস্তিত্ব রয়েছে। ফলে অনেকেই নিরাপদ ব্রাউজিংয়ের জন্য উক্ত ওপেন সোর্স ব্রাউজারটি ব্যবহার করে থাকেন।

এবার ক্রোমের (Chrome) এই আসন্ন ফিচারটির ব্যাপারে সংক্ষেপে জেনে নেওয়া যাক। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন অনেক ক্ষেত্রেই কানেকশনগুলি সুরক্ষিত থাকেনা। এর কারণ হলো, বিভিন্ন ওয়েবসাইটগুলি আগত ভিউয়ারদের সর্বদা সুরক্ষিত কানেকশন সরবরাহ করেনা। কিন্তু HTTPS-অনলি মোড সক্রিয় থাকলে ওয়েবসাইগুলি সমস্ত ভিউয়ার্সদের নিজেদের সুরক্ষিত সংস্করণ সরবরাহ করতে বাধ্য থাকবে। ফলে এর আগে HTTP মোডে ডিভাইস বা তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা যেতো, এবার তার নিরসন হতে চলেছে বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

HTTPS-অনলি মোডে ব্রাউজিংয়ের সময় ব্যবহারকারী কোন অসুরক্ষিত ওয়েবসাইটে প্রবেশের আগে ব্রাউজারে সতর্কবার্তা দেখতে পাবেন। এক্ষেত্রে তিনি উক্ত সাইটকে সহজেই এড়িয়ে যেতে পারবেন। তবে অসুরক্ষিত ওয়েবসাইটে যাওয়া নিতান্তই দরকারী মনে হলে ব্যবহারকারী ব্রাউজারের সতর্কবার্তা উপেক্ষা করতে পারবেন।

এই মুহূর্তে গুগল (Google) সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে একটি গোপন টগল হিসেবে HTTPS-অনলি মোডটি ব্যবহার করে দেখছে। Google Chrome 93 বা 94 সংস্করণে এই ফিচার প্রকাশ্যে আসতে পারে যা অন্তত সেপ্টেম্বর মাসের আগে সম্ভব নয় বলে আমাদের অনুমান।

নিজেদের ডিভাইসে HTTPS-only মোড সক্রিয় করার জন্য গুগল ক্রোম ব্যবহারকারীদের নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে –

১। প্রথমে chrome://flags -এ গিয়ে #https-only-mode-setting লিখে সার্চ করতে হবে।
২। এবার টগল করে সেটিং সক্রিয় করতে হবে।

৩। এরপর Chrome Settings -এ গিয়ে যথাক্রমে Security এবং Advanced বিকল্পে ক্লিক করার পরে ব্যবহারকারীরা Always Use Secure Connections সেটিংসটি সক্রিয় করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন