ভুলবশত ট্যাব বন্ধ করে ফেলেছেন? Google Chrome নতুন ফিচারে সহজেই রিওপেন করতে দেবে

ওয়েব ব্রাউজিংয়ের দুনিয়ায় গুগল ক্রোম (Google Chrome) একটি অত্যন্ত জনপ্রিয় নাম। অসংখ্য মানুষ Google-এর এই ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাই যে-কোনো ধরনের বাগের…

ওয়েব ব্রাউজিংয়ের দুনিয়ায় গুগল ক্রোম (Google Chrome) একটি অত্যন্ত জনপ্রিয় নাম। অসংখ্য মানুষ Google-এর এই ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তাই যে-কোনো ধরনের বাগের সমস্যা দূর করতে টেক জায়ান্টটি যেমন এই ব্রাউজারের জন্য একাধিক সিকিউরিটি আপডেট নিয়ে আসে, তেমনিই ইউজারদের সুবিধার্থে এতে যুক্ত হয় একাধিক নিত্যনতুন ফিচার। টানা অনেকক্ষণ নেট সার্চ করতে করতে কখনো কখনো ভুলবশত ক্রসে হাত পড়ে যাওয়ার আমরা অনেকেই কোনো ট্যাব বন্ধ করে ফেলি, ফলে সেটি পুনরায় ফিরিয়ে আনতে আমাদের আবার রিলোড করতে হয়। এর জন্য সংস্থাটি এই বছরের এপ্রিলে দুর্ঘটনাক্রমে বন্ধ হওয়া ট্যাবগুলি পুনরায় দেখার একটি নতুন উপায় চালু করেছিল। তবে সম্প্রতি এই সমস্যা দূর করতে Chrome Browser-এ আরও একটি নতুন ফিচার নিয়ে এল গুগল।

Chrome Browser-এ আসছে নতুন ফিচার

Google-এর তরফ থেকে জানানো হয়েছে যে, তারা ক্রোম ব্রাউজারে একটি নতুন ফিচার নিয়ে আসছে যার সাহায্যে কাজ করতে করতে ইউজাররা দুর্ঘটনাবশত কোনো ট্যাব ক্রসে ক্লিক করে বন্ধ করে ফেললে, পুনরায় লোড না করেই সেগুলি তৎক্ষণাৎ রিওপেন করতে সক্ষম হবেন। এর ফলে এমন অনেক হেভি পেজ, যেগুলি লোড হতে অনেকটা সময় নেয়, সেগুলি পুনরায় লোড না করেই ইউজাররা খুব সহজেই রিওপেন করতে পারবেন। ফলে কিছুটা সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি ইউজারদের নেট সার্চিং এক্সপেরিয়েন্স আরও অনেকটা স্মুথ হবে।

সম্প্রতি Google-এর কোড রিভিউ সিস্টেম Chromium Gerrit-এ এই ফিচারটি দেখা গেছে। Android Police এই ফিচারটি নজরে আনে এবং তারাই জানায় যে, এটি মুহুর্তের মধ্যে ট্যাবগুলি রিলোড না করেই রিওপেন করতে সহায়তা করবে। ভুলবশত ক্লোজ বাটন ট্যাপ করা হয়ে গেলেও পেজটি রিমুভ করার পরিবর্তে Google তার মেমোরিতে স্টোর করে রেখে দেবে এবং পুনরায় লোড না করেই ইউজারদের সামনে প্রদর্শিত করতে সক্ষম হবে। খুব সম্প্রতি বন্ধ করা ট্যাবগুলির ক্ষেত্রেই কেবল এই নিয়মটি প্রযোজ্য হবে। তার মানে ব্যবহারকারীদের সম্ভবত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্যাবগুলি রিওপেন করতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ওপরে আমরা Chrome Browser-এর জন্য এপ্রিলে চালু হওয়া যে ফিচারটির কথা উল্লেখ করেছি, সেটির সাহায্যেও ইউজাররা Chrome-এর Settings মেনুর History ট্যাবে গিয়ে সম্প্রতি বন্ধ করা ট্যাবগুলি তৎক্ষণাৎ দেখতে সক্ষম হন। এই কাজটি করতে গেলে Windows-এ Control + Shift + T এবং Macbook-এ Command + Shift + T প্রেস করতে হবে। তবে আসন্ন ফিচারটি এটির তুলনায় আরও অনেক বেশী কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফিচারটি কবে জনসাধারণের জন্য উপলব্ধ হবে সে সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন