একগুচ্ছ নতুন ফিচার যুক্ত হল Google Maps, Chrome, Meet, Photos অ্যাপে

গতকাল থেকে শুরু হয়েছে গুগলের তিনদিনব্যাপী ভার্চুয়াল অ্যানুয়াল ডেভলপার কনফারেন্স Google I/O 2021। এই ইভেন্টে সংস্থাটি তার পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম, Android 12-এর প্রথম বিটা ভার্সনের ওপর থেকে পর্দা সরানোর পাশাপাশি Maps, Photos, Search, WearOS, Workspaces, Chrome Browser, Docs, Meet সহ একাধিক প্ল্যাটফর্মে যুক্ত করেছে একগুচ্ছ নতুন ফিচার। এই ফিচারগুলির সাহায্য জরুরী কাজ মুহূর্তেই করা সম্ভব হবে। আবার ইউজার শেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন, পাশাপাশি কোনো জায়গার আবহাওয়া সম্পর্কেও খুঁটিনাটি জানতে পারবেন। আসুন Chrome Browser, Photos, Maps, Docs, Meet-এ যুক্ত হওয়া নতুন ফিচারগুলি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিই।

Google Chrome

গুগল ক্রোম ব্রাউজারে Quick Delete নামে একটি নতুন অপশন অ্যাড হতে চলেছে, যা ব্যবহারকারীদের Google Account Menu থেকে কেবলমাত্র একটি সিঙ্গেল ট্যাপের সাহায্যে শেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলতে সক্ষম করবে। এছাড়া, হ্যাক হওয়া বা ফাঁস হওয়া পাসওয়ার্ড বদল করা এখন আরও সহজ হবে Google Chrome-এ। ক্রোমের মধ্যে থাকা পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে ব্যবহারকারী সহজেই বুঝে যাবেন যে তাঁর পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না, এবং তিনি সাথে সাথে পাসওয়ার্ড বদল করতে পারবেন।

Google Photos

Google Photos-এর জন্য সংস্থাটি নিয়ে এসেছে Locked Folder নামে একটি নতুন ফিচার। এর মাধ্যমে সংস্থাটি Google Photos-এ একটি পাসকোড-প্রোটেক্টেড লক ফোল্ডার অ্যাড করতে চলেছে, যা ইউজারের নির্বাচিত ফটোগুলিকে পৃথকভাবে সুরক্ষিত করবে। ফলে শেয়ার করা অ্যালবামগুলিতে বা গ্রিডের মাধ্যমে স্ক্রোল করার সাথে সাথে এই ছবিগুলি দেখা যাবে না। এই ফিচারটি প্রথমে গুগলের পিক্সেল স্মার্টফোনগুলিতে আসবে এবং পরে আস্তে আস্তে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও উপলব্ধ হবে।

Google Maps

Google তাদের Maps-অ্যাপেও যুক্ত করেছে একঝাঁক নতুন ফিচার। এগুলির মধ্যে একটি ফিচার ব্যবহারকারীদের কোনও এলাকার বর্তমান এবং পূর্বাভাসযুক্ত তাপমাত্রা এবং আবহাওয়ার পরিস্থিতি জানতে সহায়তা করবে। সংস্থার মতে, এই ফিচারটি Maps-এ একটি ওয়েদার লেয়ার (weather layer) অ্যাড করবে। এটি Street View, Transit, Traffic ইত্যাদির ঠিক পাশে উপলব্ধ হতে পারে। এটিতে ট্যাপ করলে ইউজাররা বাতাসের গতিবিধি এবং বৃষ্টিপাতের বিবরণ সহ পূর্বাভাসযুক্ত আবহাওয়ার প্রতি ঘন্টার বিশদ বিবরণ জানতে পারবেন। এই ফিচারটি আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী উপলব্ধ হবে।

ওয়েদার লেয়ারের সাথে সাথে Google শীঘ্রই একটি এয়ার কোয়ালিটি লেয়ারও (air quality layer) অ্যাড করতে পারে, যার সাহায্যে কোনও এলাকার বাতাস কতটা স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর তা খুব সহজেই জানা যাবে। Google বলছে যে, এর জন্য তারা The Weather Company, AirNow.gov এবং Central Pollution Control Board-এর সাথে পার্টনারশিপ করেছে। এছাড়াও Google Maps এর জন্য রোলআউট হওয়া অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য ফিচার হল, লাইভ ভিউ সহ ইনডোর নেভিগেশন, টাইমলাইনে লোকেশন হিস্ট্রি রিমাইন্ডার, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রেস্তোঁরা দেখানো, আপনি যদি কোনও নতুন শহর পরিদর্শন করেন তবে স্থানীয় ল্যান্ডমার্কগুলি নির্দেশ করা, ইত্যাদি।

Google Docs

সংস্থাটি Docs-কে ‘পেজলেস’ (pageless) করতে চলেছে। এর ফলে ইউজাররা Docs-এর পেজ বাউন্ডারিকে রিমুভ করতে পারবেন এবং তিনি যে ডিভাইসটি ব্যবহার করছেন, সেই ডিভাইসের স্ক্রীন অনুযায়ী পেজটিকে এক্সপ্যান্ড করতে পারবেন। এর ফলে ইউজারদের কোনো বড়ো টেবিল বা কোনো বড়ো ছবি নিয়ে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। সংস্থাটি Docs-এ ইমোজিও চালু করছে। এর সাথে ডক্স টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে একটি ক্যালেন্ডার মিটিং ইনভাইট থেকে অংশগ্রহণকারীদের জন্য স্মার্ট চিপ এবং অ্যাটাচড ফাইলসহ কোনও প্রাসঙ্গিক তথ্য ইমপোর্ট করবে।

Google Meet

Google Meet ব্যবহারকারীরা এখন সরাসরি Doc, Sheet বা Slide থেকে কোনও কনটেন্ট অ্যাক্সেস করতে সক্ষম হবেন। এই বছরের শেষের দিকে এই ফিচারটি ওয়েবেও আসবে বলে সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago