Categories: Tech News

মেসেজ এডিট থেকে ইনস্ট্যান্ট হটস্পট, Android ফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল Google

টেক জায়ান্ট Google অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ৭টি উল্লেখযোগ্য ফিচার চালু করলো। মূলত ব্যবহারকারীদের আরো ভালো মেসেজিং অভিজ্ঞতা এবং দৈনন্দিন কাজ সহজে পরিচালনার সুবিধা প্রদান করতেই এই আপডেট নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। সদ্য ঘোষিত ফিচারগুলির মধ্যে – মেসেজ এডিটিং, ইনস্ট্যান্ট হটস্পট, ডিজিটাল কার কী ইত্যাদি সামিল আছে। নীচে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল…

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য ৭টি নতুন ফিচারের ঘোষণা করলো Google

১ : মেসেজ এডিটিং – গুগলের এই ফিচারের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন। এখন থেকে গুগল মেসেজের অধীনে RCS মেসেজ খুব সহজে এডিট করা যাবে। মেসেজে কোনো ভুল সংশোধন বা নতুন টেক্সট যুক্ত করতে হলে ব্যবহারকারীদের প্রথমে নির্দিষ্ট মেসেজের উপর লং প্রেস করতে হবে। এরপরে এডিট করার বিকল্প এসে যাবে। তবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সংশোধন করতে হবে। নইলে আর এই বিকল্পটি কাজ করবে না।

২ : ইনস্ট্যান্ট হটস্পট – ইনস্ট্যান্ট হটস্পট বৈশিষ্ট্যের সাথে ব্যবহারকারীরা পাসওয়ার্ড এন্টারের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একবার ট্যাপ করে হটস্পট শেয়ার / রিসিভ করতে পারবেন। এই ফিচারের দৌলতে এখন অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা ক্রোমবুক -এর সাথে স্মার্টফোনের হটস্পটে সংযুক্ত করার কাজ অনেকাংশে সহজ হয়ে যাবে।

৩ : ইমোজি কিচেন কম্বোস – ইমোজি কিচেন স্টিকার কম্বিনেশন ফিচারের সাথে চ্যাটিং করা হবে আরো মজাদার। গুগলের এই ফিচারের অধীনে একগুচ্ছ নতুন রিমিক্স ইমোজি পাওয়া যাবে। এই ইমোজিগুলি জিবোর্ড (Gboard) -এর মাধ্যমে শেয়ার করা সম্ভব।

৪ : গুগল হোম ফেভারিট উইজেট – এই বৈশিষ্ট্যের সাহায্যে খুব সহজেই স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করা যাবে৷ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন তাদের ডিভাইসের হোম স্ক্রিনে ‘গুগল হোম ফেভারিট উইজেট’ যুক্ত করার বিকল্প পেয়ে যাবেন। যার মাধ্যমে ঘরের তাপমাত্রা সামঞ্জস্য করা বা আলো নিয়ন্ত্রণ করার মতো কাজের জন্য ব্যবহৃত অ্যাপের মাধ্যমে সংযুক্ত ডিভাইসগুলি তৎক্ষণাৎ ভাবে অ্যাক্সেস করা যাবে।

৫ : গুগল হোম ফেভারিট টাইল অন ওয়্যার ওএস – ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচের ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ওয়াচ ফেসে ‘গুগল হোম ফেভারিট’ বিকল্প যোগ করতে পারবেন। মূলত পার্সোনালাইজড ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করতেই এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এই বৈশিষ্ট্যটি ওয়্যারেবল থেকেই স্মার্ট হোম ডিভাইসগুলি সহজে নিয়ন্ত্রণ করতে দেবে।

৬ : গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট – ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচ থেকে ব্যবহারকারীরা সরাসরি পেপাল (PayPal) অ্যাপ ব্যবহার করে যাতে অর্থপ্রদান করতে পারে, তার জন্য এই ফিচারের ঘোষণা করা হয়েছে। ‘গুগল ওয়ালেট এনহ্যান্সমেন্ট’ বর্তমানে জার্মান এবং মার্কিন ওয়ালেট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ৷

৭ : ডিজিটাল কার কী – ডিজিটাল কার কী ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরো ভালো আনলক সিকিউরিটি সিস্টেমের সুবিধা পেয়ে যাবেন। গুগল বর্তমানে নির্বাচিত কয়েকটি ‘মিনি’ (MINI) মডেলের জন্য এই ফিচার নিয়ে এসেছে। তবে পরবর্তী সময়ে মার্সিডিজ-বেঞ্জ এবং পোলেস্টার গাড়ির জন্যও এই ফিচার উপলব্ধ করা হবে বলে নিশ্চিত করেছে গুগল। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন দিয়ে গাড়ি লক / আনলক / স্টার্ট করতে পারবেন।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago