চোখের আরাম দিতে এবার Google Maps-এও জুড়লো ডার্ক মোড ফিচার

অন্ধকারে পথ হাঁটা কিংবা আঁধার হাতড়ে কোনো কিছু সন্ধান পাওয়া শুধু মুশকিল নয় অনেক সময় ‘নামুমকিন’-ও বটে! তবে বাস্তব জীবনে অন্ধকার সাধারণত না-পসন্দ হলেও, ডিভাইসে অন্ধকারসম ডার্ক মোডের উপস্থিতি প্রায় সবারই পছন্দ। সেক্ষেত্রে এবার, স্মার্টফোনের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির মতই ডার্ক মোডে বিশেষ ইউজার ইন্টারফেসের সুবিধা চলে এল Google Maps-এ! গত সেপ্টেম্বর থেকে ম্যাপে এই ফিচারটি সংযুক্ত করতে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিল Google। তবে আজ টেক জায়ান্ট সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার, ভার্চুয়াল মানচিত্র পরিষেবাটিতে ডার্ক মোড অপশন দেখতে পাবেন।

বর্তমানে এমনিতেও গুগল ম্যাপে (Google Maps) নেভিগেশনের ক্ষেত্রে কিছুটা ডার্ক থিম ব্যবহৃত হয়৷ সেক্ষেত্রে এবার পুরোপুরিভাবেই ডার্ক মোড আসতে চলেছে প্ল্যাটফর্মটিতে। রিপোর্ট বলছে, এই ডার্ক মোড অপশন অন থাকলে ম্যাপে প্রদর্শিত বিভিন্ন অঞ্চল এবং অপশন – ধূসর রঙের নানা শেডের মাধ্যমে চিহ্নিত হবে। এছাড়া, নেভিগেশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ধূসরের গাঢ়তম শেডটি ব্যবহৃত হবে। অন্যদিকে কারেন্ট ট্যাব ও ডিরেকশনগুলির জন্য ব্যবহৃত হবে হাল্কা নীল রঙ, যেখানে রাস্তার নামগুলি দেখা যাবে হাল্কা ধূসর রঙে।

কিভাবে Google Maps-এ ডার্ক মোড চালু করবেন

১. ম্যাপে ডার্ক মোড ব্যবহার করতে সেটিংস মেনু খুলুন এবং স্ক্রল করে ‘থিম’ অপশনে যান।
২. এরপর ডার্ক মোডে স্যুইচ করতে ‘অলওয়েজ ইন ডার্ক থিম’ অপশনটি নির্বাচন করুন।

এক্ষেত্রে, পরবর্তী সময়ে ‘অলওয়েজ ইন লাইট থিম’ অপশন বেছে নিলেই ডিফল্ট ইউজার ইন্টারফেসে ফিরে আসা যাবে। তাছাড়া, ফোনের ডিফল্ট থিমের পরিবর্তনের সাথেই স্বয়ংক্রিয়ভাবে ম্যাপের থিম পরিবর্তন হওয়ার অপশনও থাকবে, যার সাহায্যে ফোন ডার্ক মোডে থাকলে ম্যাপ ডার্ক মোডে বা ফোন লাইট মোডে থাকলে ম্যাপও লাইট মোডে কাজ করবে।

এই প্রসঙ্গে বলে রাখি, ম্যাপে বহুকাঙ্খিত ডার্ক মোড ফিচারটি ছাড়াও গুগল, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য আরও পাঁচটি নতুন ফিচার এনেছে; যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মেসেজ শিডিউল অপশন, পাসওয়ার্ড চেকাপ ফিচার, গুগল অটো’র কিছু নতুন ফিচার, টকব্যাকের নতুন ভার্সন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে নতুন আপডেট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন