অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর, গুগল ম্যাপে এল ডার্ক মোড ফিচার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Google-এর ম্যাপ পরিষেবাতে যুক্ত হল ডার্ক মোড (Dark Mode) অপশন। গত মাসেই টেক জায়ান্ট সংস্থাটি ঘোষণা করেছিল যে, তারা খুব তাড়াতাড়ি…

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে Google-এর ম্যাপ পরিষেবাতে যুক্ত হল ডার্ক মোড (Dark Mode) অপশন। গত মাসেই টেক জায়ান্ট সংস্থাটি ঘোষণা করেছিল যে, তারা খুব তাড়াতাড়ি Google Maps-এর অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ডার্ক মোড চালু করবে। এই ঘোষণার কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর, সংস্থাটি শেষ পর্যন্ত এই অপশনটি রোলআউট করতে শুরু করেছে। অর্থাৎ এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা অন্যান্য অ্যাপ্লিকেশনের মতই ডার্ক মোডে Google Maps নেভিগেট করতে সক্ষম হবেন।

সম্প্রতি একটি টুইট পোস্টের মাধ্যমে ফিচারটির লভ্যতার কথা সবার সামনে এনেছে গুগল (Google); সেই পোস্টে সুকৌশলে সংস্থাটি ইউজারদের জানিয়েছে যে বহুল প্রতীক্ষিত ডার্ক মোড এখন গুগল ম্যাপেও অ্যাক্সেস করা যাবে। ফলে এমনিতে অন্ধকারে পথ হাঁটা না গেলেও, ডার্ক মোড অন করে গুগল ম্যাপে যেকোনো অলিগলিতে ঢুঁ মারা যাবে!

তবে এই ফিচারটি ব্যবহার করতে ইউজারদের অ্যান্ড্রয়েড ওএসের সর্বশেষ সংস্করণটি (ভার্সন ১০.৬১.২) ডাউনলোড করতে হবে। এই আপডেটের পর গুগল ম্যাপস খুললেই ইউজাররা একটি প্রম্পট নোটিফিকেশন পাবেন যা তাদের পছন্দসই থিম সেটিংস সম্পর্কে জিজ্ঞাসা করবে। এক্ষেত্রে ইউজাররা থিম সেটিং হিসেবে তিনটি অপশন পাবেন – অলওয়েজ লাইট থিম, অলওয়েজ ডার্ক থিম এবং ডিফল্ট ডিভাইস থিম। এখানে ইউজাররা ইচ্ছে মত যেকোনো অপশন সিলেক্ট করে সেভ করলেই ভার্চুয়াল ম্যাপ অ্যাপটির ইউআই (UI)-এর রং পরিবর্তন হয়ে যাবে।

এদিকে ম্যাপে ডার্ক মোড এনাবেল করার পর অ্যাপের টেক্সট বা মেনু ধূসর রংয়ের হয়ে যাবে যেখানে নেভিগেশন বার এবং মানচিত্রের সাধারণ সবুজ প্যাচগুলি রাতের নীল রঙের দেখতে লাগবে। আবার ম্যাপের অন্যান্য অপশনগুলি গাঢ় রংয়ে প্রদর্শিত হবে। যদিও সার্চ বারের নিকটস্থ ম্যাপ আইকন এবং প্রোফাইল আইকন একইরকম থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন