Android ইউজারদের ‌জন্য Google Meet আনলো অ্যানিমেটেড ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার

ভারত তথা সারা বিশ্বে প্যানডেমিক পরিস্থিতিতে ভার্চুয়াল কথোপকথনের জন্য Google Meet (গুগল মিট) ইতিমধ্যেই বহুলভাবে ব্যবহৃত তথা জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে বাজারে নিজেদের ইউজারবেস ধরে রাখতে, সার্চ ইঞ্জিন জায়ান্ট Google তাদের এই ভিডিও মিটিং অ্যাপ্লিকেশনে প্রায়শই একাধিক নতুন ফিচার সংযোজন করে চলেছে। এবার Google Meet-এর অ্যান্ড্রয়েড (Android) ভার্সন ব্যবহারকারীদের জন্য একটি অ্যানিমেটেড ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার রোলআউট করা হচ্ছে। এতদিন পর্যন্ত ফিচারটি শুধুমাত্র আইওএস (iOS) এবং ডেস্কটপে গুগল মিট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ ছিল। ফিচারটির সাহায্যে ইউজাররা ক্লাসরুম (a classroom), পার্টি (a party), বিচ (a beach)-এর মতো ছয়টি ভিডিও দিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবেন। শীঘ্রই এরকম আরও ব্যাকগ্রাউন্ড অপশন পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Google Meet Android ইউজারদের জন্য এল অ্যানিমেটেড ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার

নতুন ফিচারটি আগামী দুই সপ্তাহের মধ্যে গুগল মিটের অ্যান্ড্রয়েড ভার্সনে উপলব্ধ হবে। সংস্থার মতে, কাস্টম ব্যাকগ্রাউন্ডগুলি আপনাকে আপনার ব্যক্তিত্বের আরও সুমধুর ভঙ্গিমায় প্রদর্শন করতে সহায়তা করার পাশাপাশি, গোপনীয়তা বজায় রাখতে আপনার পারিপার্শ্বিক অবস্থা হাইড করতেও সাহায্য করবে। বেশিরভাগ Android স্মার্টফোন ব্যবহারকারীরা এই আপডেটের জন্য এলিজিবল হলেও, এটি আপাতত Google Workspace, G Suite Basic এবং Business কাস্টমারদের কাছে অ্যাক্সেসযোগ্য হবে।

তবে উপরোক্ত ফিচারটিই এই সপ্তাহে সংস্থা কর্তৃক প্রকাশিত একমাত্র আপডেট নয়। টেক জায়ান্টটি Google Meet-এর জন্য লাইভ ট্রান্সলেটেড ক্যাপশন ফিচারের একটি বিটা ভার্সনও রিলিজ করেছে। এই ফিচারটি প্রথমে যা বলা হচ্ছে তা ক্যাপচার করে এবং তারপরে এটিকে অন্য ভাষায় অনুবাদ করে। ফিচারটি প্রাথমিকভাবে ইংরেজি থেকে স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ এবং জার্মান ভাষায় ট্রান্সলেট করতে পারবে।

ফিচারটি সম্পর্কে ব্যাখ্যা করে Google একটি অফিসিয়াল ব্লগ পোস্টে বলেছে, “ট্রান্সলেটেড ক্যাপশনগুলি বিশ্বব্যাপী যে কোনো জায়গায় Google Meet ভিডিও কলে ভাষাগত সমস্যার সমাধান করবে। ফলে ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে এবং সাবলীলভাবে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রেও ফিচারটি বিশেষভাবে কার্যকর বলে প্রমাণিত হবে, কারণ প্রশিক্ষকের চেয়ে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা শিক্ষার্থীদের মধ্যে সংযোগ রক্ষা করতে লাইভ ট্রান্সলেটেড ক্যাপশনগুলি বিশেষভাবে সহায়ক হবে। পাশাপাশি অন্য ভাষায় কথা বলা শিক্ষার্থীদের সঙ্গেও কানেক্ট করা অধিক সহজতর হবে।”

Google Workspace Business Plus, Enterprise Standard, Enterprise Plus, Education Plus, এবং Teaching and Learning Upgrade ইউজাররা বর্তমানে বিটা প্রোগ্রামে সাইন ইন করে এই ফিচারটির অ্যাক্সেস পেতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন