Google Meet-এ ভিডিও কলিং হবে দ্বিগুণ মজাদার, এল AR Masks ও ভিডিও ফিল্টার

গত এক বছরেরও বেশি সময় ধরে, অতিমারীর কারণে গৃহবন্দী মানুষের পড়াশোনা বা কাজকর্ম সচল রাখার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে Google Meet (গুগল মিট)। আর ইউজারদের সুবিধার্থে Google-এর এই ভিডিও কলিং প্ল্যাটফর্মটিও একের পর এক নতুন ফিচার এনে চলেছে। সম্প্রতি এই ভিডিও কলিং অ্যাপ্লিকেশনটি iOS এবং Android-এ পার্সোনাল কলের জন্য নতুন ভিডিও ফিল্টার, এফেক্টস এবং অগমেন্টেড রিয়েলিটি মাস্ক যুক্ত করেছে।

Google Meet অ্যাপে এল AR masks সহ Video filter

The Verge-এর রিপোর্ট অনুসারে, গুগল মিট অ্যাপে কলের সময় ভিডিও ফিডের নীচের ডান কোণে স্পার্কল আইকনের মাধ্যমে নতুন ফিচারগুলি উপলব্ধ হবে, যা কালার ফিল্টার এবং অ্যানিমেটেড AR ফেস এফেক্ট সহ বিভিন্ন এফেক্টের একটি ক্যারোসেল নিয়ে আসে। বেশিরভাগ অপশনগুলি শুধুমাত্র পার্সোনাল Gmail অ্যাকাউন্টের জন্য উপলব্ধ হবে। এই ফিচারগুলির কথা গুগল ৭ জুলাই টুইট করে জানিয়েছে।

গত বছর Google, পার্সোনাল গুগল অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে Meet-এর সুবিধা প্রদান করার পরে, এবার এন্টারপ্রাইজ এবং বিজনেস ইউজারদের লক্ষ্য করেই Meet-এ মূলত এই নতুন ভিডিও এফেক্টসগুলি নিয়ে আসা হয়েছে। এই ফিল্টারগুলি ইতিমধ্যেই গুগলের, Duo ভিডিও চ্যাট সার্ভিসের জন্য উপলব্ধ।

প্রসঙ্গত জানিয়ে রাখি, টেক জায়ান্টটি জুন মাসে তার Google Meet অ্যাপে দু-দুটি নতুন ফিচার এনেছে, যা এর লাইভ-স্ট্রিমিং অপশনকে উন্নত করবে। গুগল মিট ব্যবহারকারীরা এখন তাদের লাইভ স্ট্রিমের জন্য অন্যান্য ডোমেনের ইউজারদের আমন্ত্রণ জানাতে পারবেন। পাশাপাশি, তারা উন্নত অ্যাক্সেসেবিলিটির জন্য লাইভ ক্যাপশন অন করতে সক্ষম হবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন