অবশ্যই জেনে নিন Google এর নয়া নিয়ম, পয়লা জানুয়ারি থেকে হচ্ছে কার্যকর

অনলাইন সাইটগুলির থেকে সংবেদনশীল ডেটা চুরির ঘটনা এখন আকছার খবরের হেডলাইন হচ্ছে। মানুষ যত ডিজিটালাইজেশনের পথে হাঁটছে, ততই উত্তরোত্তর বাড়তে থাকছে তথ্য-লোপাটের ঘটনা। এমনকি, হাজারো সতর্কতা অবলম্বন সত্ত্বেও জালিয়াতরা কোনো না কোনো ঘোর-পথ খুঁজেই নিচ্ছে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার জন্য। এমত পরিস্থিতিতে, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে চলা সাইবার জালিয়াতি রুখতে, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বা RBI সম্প্রতি নয়া নিয়ম প্রবর্তন করেছে। পাশাপাশি নতুন নিয়মের বাস্তবায়ন জন্য নির্দিষ্ট সময়সীমাও জারি করে দিয়েছে জাতীয় ব্যাঙ্কটি। বলা হচ্ছে, RBI আনীত নিয়ম বা তাদের ভাষায় ‘টোকেনাইজেশন’ এর সরাসরি প্রভাব পড়বে সেই সকল ব্যক্তিদের উপর যারা প্রতি মুহূর্তে অনলাইন পেমেন্ট করতে অভ্যস্ত। এদিকে কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে টেক জায়ান্ট Google ইতিমধ্যেই তাদের নিয়মাবলী পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

জানা গেছে, নব্য প্রবর্তিত নিয়মগুলি – গুগল অ্যাড (Google Ads), ইউটিউব (YouTube), গুগল প্লে স্টোর (Google Play Store) সহ যাবতীয় Google পরিষেবাগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে৷ ফলে আপনি যদি গুগল সার্ভিস ব্যবহারকারীদের একজন হন, তবে গুগলের পরিবর্তিত নিয়ম সম্পর্কে অবশ্যই জেনে নিন আমাদের এই প্রতিবেদন থেকে।

RBI -এর নির্দেশিকা অনুযায়ী নতুন নিয়ম আনছে Google

আরবিআই, ২০২০ সালের মার্চ মাসে একটি নির্দেশিকা জারি করেছিল। যাতে বলা হয়েছিল যে, ডেটা সুরক্ষা বাড়ানোর জন্য ব্যবসায়ী সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইটে ব্যাঙ্ক কার্ডের তথ্য সংরক্ষণ করার অনুমতি দেওয়া হবে না। এখন কেন্দ্রীয় ব্যাঙ্কটি ভারতের সমস্ত অনলাইন ভিত্তিক পেমেন্ট সুবিধা প্রদানকারী সংস্থাকে ২০২২ সালে ১লা জানুয়ারী থেকে তাদের সিস্টেমে সংরক্ষিত ক্রেডিট এবং ডেবিট কার্ডের ডেটা রিমুভ বা সরানোর নির্দেশ দিয়েছে। এইসকল সংস্থার মধ্যে সামিল আছে গুগল -ও। তাই টেক জায়ান্টটি আসন্ন বছরের পয়লা দিন থেকে গ্রাহকদের ‘কার্ড ডিটেইলস’, যথা – কার্ডের নম্বর, সিভিভি নম্বর এবং এক্সপায়ারি ডেট তাদের ডেটাবেসে সেভ করবে না বলে ঘোষণা করেছে।

জানিয়ে রাখি, এযাবৎ ‘ফাস্ট পেমেন্ট’ অফার করার জন্য গুগল গ্রাহকদের কার্ডের বিশদ সংরক্ষণ করে রাখতো। তাই অর্থপ্রদান করার সময়ে গ্রাহকদের শুধুমাত্র কার্ডের সিভিভি নম্বর লিখতে হত। কিন্তু, ১লা জানুয়ারি থেকে গ্রাহকদের ম্যানুয়ালি অনলাইন পেমেন্ট করতে হবে। যার জন্য, কার্ড নম্বরের পাশাপাশি এক্সপায়ারি ডেটও মনে রাখা আবশ্যক হবে গুগল পরিষেবা ব্যবহারকারীদের জন্য।

আসলে, ক্রেতাদের সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই মূলত আরবিআই কার্ড ডেটা সংরক্ষণ না করার নির্দেশ দিয়েছে। কেনাকাটার সময়ে পেমেন্ট করার প্রক্রিয়া দীর্ঘকালীন হলেও, তথ্য চুরির ঝুঁকি বেশ খানিকটা এড়ানো যাবে এই নিয়ম অনুসরণে।

১লা জানুয়ারি থেকে সরানো হবে সিস্টেমে সংরক্ষিত কার্ড ডেটা, চালু হবে ম্যানুয়াল পেমেন্ট

আপনারা যারা ভিসা (Visa) বা মাস্টারকার্ড (MasterCard) ব্যবহার করে ট্রানজ্যাকশন করেন, তাদের জন্যও এই নয়া নিয়ম প্রযোজ্য থাকছে। অর্থাৎ, কার্ডের বিশদ বিবরণ নতুন ফর্ম্যাটে সংরক্ষণ না থাকার ফলে, কার্ডের তথ্যাদি ম্যানুয়ালি লিখে অর্থপ্রদান করতে হবে আপনাদের। আর, আপনারা যদি কার্ডের বিশদ বিবরণ দেওয়া এড়াতে চান, তবে আমাদের পরামর্শ ৩১শে ডিসেম্বরের আগে অনলাইন কেনাকাটার বকেয়া টাকা মিটিয়ে দিন।

যাইহোক, রুপে (RuPay), আমেরিকান এক্সপ্রেস (American Express), ডিসকভার (Discover) এবং ডায়ানার্স (Diners) কার্ডের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য থাকছে। গুগল এই সকল কার্ডের ডেটা সেভ রাখবে না ৩১শে ডিসেম্বরের পর।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

33 mins ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

1 hour ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

1 hour ago

কেমন হবে iPhone 16 সিরিজের ক্যামেরা? সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস সব ডিটেলস

Apple iPhone 16 সিরিজটি আগামী মাসেই বাজারে পা রাখতে চলেছে। তবে গত কয়েক মাস ধরেই…

1 hour ago

কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে শরীরে ঢুকছে ভাইরাস, ভাইরাল WhatsApp মেসেজের বিষয়ে সতর্ক করল ভারত সরকার

হোয়াটসঅ্যাপে ভুয়ো মেসেজ আসা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ভুয়ো মেসেজে WhatsApp ব্যবহারকারীদের…

1 hour ago

Shikhar Dhawan: ভারতের অন্যতম সেরা ওপেনারদের তালিকায় নাম লেখা হবে ধাওয়ানের, দেখে নিন‌ তার ক্যারিয়ারের ৫টি সেরা ইনিংস

ভারতীয় সাদা বলের ক্রিকেটে শিখর ধাওয়ান দীর্ঘদিন ধারবাহিকতা বজায় রেখে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।আজ তিনি…

2 hours ago