নভেম্বরে বাজারে আসছে Aprilla SXR 160 স্কুটার, জানুন সম্ভাব্য দাম

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হওয়া অটো এক্সপো ইভেন্টে Aprilla তাদের নতুন SXR রেঞ্জের SXR160 ম্যাক্সি স্কুটারটি উন্মোচন করেছিল। SXR মডেলটি ইটালিতে ডিজাইন ও ডেভলপ করা হয়েছে। প্রাথমিকভাবে SXR মডেলের দুটি ভ্যারিয়েন্ট যথা- ১২৫ সিসি এবং ১৬০ সিসির স্কুটার দুটি এই মাসেই ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ মহামারীর কারনে সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, SXR 160 স্কুটারটি এবার আগামী নভেম্বর মাসে কেনার জন্য উপলব্ধ হবে এবং অপরদিকে SXR 125 স্কুটারটি কে তার কয়েকমাস পর বাজারে আনা হবে।

Aprilla SXR 160 ম্যাক্সি স্কুটারের ইঞ্জিনের কথা বললে, এটিত সংস্থার SR 160 মডেলের মতো ১৬০ সিসির ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিনের সাথে এসেছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১১ ব্রেকহর্সপাওয়ার ও সমপরিমান (১১) টর্ক উৎপন্ন করে। যা একই ইঞ্জিন ব্যবহার করলেও SR 160 স্কুটারটির থেকে সামান্য বেশী। তবে আসল পরিসংখ্যানটি লঞ্চের সময় জানা যাবে বলে মনে করা হচ্ছে।

স্কুটারের লুকের কথায় আসলে, SXR 160 ম্যাক্সি স্কুটারটির ডিজাইন এলিমেন্ট এবং বডি গ্রাফিক্স দারুন স্ট্যাইলিশ। স্কুটারের সামনে এলইডি ডিএলআর সহ ডুয়াল হেডল্যাম্প ইউনিট দেওয়া হয়েছে। এছাড়া স্কুটারটিতে বড়ো উইন্ডস্ক্রিন সহ ডুয়াল-টোন রেড ও ব্ল্যাক কালার স্কীম রাখা হয়েছে। এছাড়া স্কুটারের হুইলবেসটি লম্বা হওয়ায় আরোহী আরামদায়ক আসনে বসে আরও স্বাচ্ছন্দ্যে এটি চালাতে পারবে। স্কুটারটির ফিচারের মধ্যে আছে স্টাইলিশ অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক, সিটের নীচে বড়ো স্টোরেজ, ডিজিট্যাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্রভৃতি।

দামের কথায় আসলে, ব্রান্ডের নাম Aprilla হওয়ায় এটি নিঃসন্দেহে প্রিমিয়াম ক্যাটেগরির স্কুটার হতে চলেছে। সেক্ষেত্রে অনুমান করা যায়, Aprilla SXR 160 এর এক্স-শোরুম মূল্য রাখা হতে পারে ১.২৫—১.৩০ লক্ষ টাকার মধ্যে। SXR 125 স্কুটার সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি।