Google Photos: সুখবর, এখন সমস্ত Android ফোন ব্যবহারকারীরা লুকিয়ে রাখতে পারবেন ব্যক্তিগত ফটো

ইউজারদের ফোনে সুরক্ষিতভাবে তাদের ব্যক্তিগত ফটোগুলি স্টোর করে রাখার জন্য Google এই বছরের জুন মাসে একটি Locked Folder ফিচার রোলআউট করার কথা ঘোষণা করেছিল। এই ফিচারটি ব্যবহারকারীদের অ্যাপের মেইন গ্রিড সার্চ থেকে নির্বাচিত ফটো এবং ভিডিওগুলি হাইড করতে সহায়তা করবে। ফিচারটি এতদিন পর্যন্ত কেবলমাত্র Pixel ফোনের জন্য উপলব্ধ ছিল। কিন্তু Google জানিয়েছিল যে, ফটো লক ফিচারটি প্রাথমিকভাবে Pixel ফোনে উপলব্ধ হলেও, ২০২১ সালের শেষের দিকে অন্যান্য Android ডিভাইসের পাশাপাশি iPhone-গুলিতেও উপলব্ধ করা হবে।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, সংস্থাটি তার প্রতিশ্রুতি রাখতে সক্ষম হয়েছে। কারণ এই ফিচারটি এখন নন-পিক্সেল ফোনেও উপলব্ধ। Android Police তাদের প্রতিবেদনে সর্বপ্রথম এই খবরটি প্রকাশ্যে আনে। রিপোর্টে তারা Samsung Galaxy A52-এর একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে ব্যবহারকারীদের নতুন এই ফিচারটির সম্পর্কে নোটিফিকেশন পেতে দেখা গেছে। যদি ব্যবহারকারীরা নোটিফিকেশনটিকে সোয়াইপ আপ করেন, তবে তারা Google Photos-এ গিয়ে Locked Folder-টি অ্যাক্সেস করতে সক্ষম হবেন।

আপনাদেরকে জানিয়ে রাখি, এই Google Photos Locked Folder ফিচারটির সাহায্যে ইউজাররা এমন ছবি বা ভিডিও হাইড করতে সক্ষম হবেন, যা তারা অন্যদেরকে দেখাতে চান না। এটি একটি পাসকোড-সুরক্ষিত স্থান (passcode-protected space) যেখানে নির্বাচিত ফটোগুলি ব্যক্তিগতভাবে সংরক্ষণ (saved privately) করা যেতে পারে। এই বছরের জুন মাসে অনুষ্ঠিত Google I/O ইভেন্টে সর্বপ্রথম এই ফিচারটির কথা ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য যে, Locked Folder-এ অ্যাড করা ফটো এবং ভিডিওগুলির ব্যাকআপ নেওয়া বা শেয়ার করা যাবে না। একজন ব্যবহারকারী নীচে উল্লিখিত স্টেপগুলি পরপর অনুসরণ করে Locked Folder-এ থাকা ফটো বা ভিডিওগুলি ওপেন করতে পারেন:
“Library” tab > “Utilities” > “Locked Folder”।

ব্যবহারকারীদের ফটো সেভ করে রাখার জন্য এটি এতটাই সুরক্ষিত জায়গা যে, এর মধ্যে ঢুকে পড়লে ইউজাররা কোনো স্ক্রিনশটও নিতে পারবেন না। এই ফোল্ডারে থাকা মিডিয়াগুলির ক্ষেত্রে ইউজাররা কেবলমাত্র দুটি কাজ করতে সক্ষম – তারা হয় সেগুলিকে স্থায়ীভাবে ডিলিট করে ফেলতে পারেন, অথবা সেগুলিকে Locked Folder থেকে সরিয়ে ফেলতে পারেন।