গুগলের সস্তা ফোনের চেয়েও সস্তা হবে Pixel 4a, জেনে নিন দাম ও ফিচার

গুগল তাদের নতুন ফোন Google Pixel 4a এর লঞ্চের জন্য তোড়জোড় শুরু করলো। বেশকয়েকদিন ধরেই এই ফোন সম্পর্কে তথ্য ফাঁস হচ্ছিলো। এবার এই ফোনের দাম ও সামনে এল। রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল ৩এ এর থেকে সস্তায় আসবে Pixel 4a। আপনাকে জানিয়ে রাখি বর্তমান সময়ে গুগলের সবচেয়ে সস্তা ফোন হলো Pixel 3a। তবে 9to5Google এর রিপোর্ট অনুযায়ী, গুগল পিক্সেল ৪এ এর দাম আগের মডেলের তুলনায় ৫০ ডলার কম হবে। অর্থাৎ Google Pixel 4a আসতে পারে ৩৪৯ ডলার বা ২৬,৪৯৯ টাকায়। কারণ পিক্সেল ৩এ এর দাম ছিল ৩৯৯ ডলার।

Google Pixel 4A এর সম্ভাব্য স্পেসিফিকেশন :

গুগলের এই ফোনে ৫.৮১ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটি স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসরের সাথে আসতে পারে। এই ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরা হবে ১২.২ মেগাপিক্সেল। গুগল পিক্সেল ৪এ ফোনে ৩০ এফপিএস এ 4k রেকর্ডিং এর সাপোর্ট পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য এখানে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। গুগল ক্যামেরা সাপোর্ট এবং আরও ভাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার পিক্সেল ডিভাইসের ক্যামেরার পারফরম্যান্সকে তুলনাহীন করে তুলবে।

এদিকে গুগল তাদের ২০১৮ এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 3 এবং Pixel 3 XL এর বিক্রি বন্ধ করেছে। কোম্পানির অফিসিয়াল স্টোরে গেলে আপনি এখন এই দুটি ফোনকে দেখতে পাবেন না। গুগলের ওয়েবসাইট কেবল Pixel 3A কে দেখা যাচ্ছে। অর্থাৎ শীঘ্রই কোম্পানি নতুন ফোন আনছে তা নিশ্চিত।

তবে শুধু Pixel 4a নয়, গুগল তাদের আরেকটি ফ্ল্যাগশিপ ফোন Pixel 5 এর উপর ও কাজ শুরু করেছে। এই ফোন সম্পর্কে কিছু কিছু তথ্য শেয়ার করতে শুরু করেছে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী গুগল পিক্সেল ৫ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এর বদলে ৮৬৫জি প্রসেসরের সাথে আসবে। অর্থাৎ এটিতে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে 5G সাপোর্ট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *