Google Pixel 6, Pixel 6 Pro কবে ভারতে আসছে? যা জানালো গুগল

সবাই বলেন, Google-এর Pixel সিরিজ অত্যন্ত আন্ডাররেটেড। iPhone বা Samsung ও Xiaomi-র  ফ্ল্যাগশিপ ফোনের সাথে একে অনেকেই এক সারিতে বসাতে রাজি নন। তবে Google Pixel ইউজারদের এক অনন্য অভিজ্ঞতা দিয়ে আসছে। সে সফটওয়্যার হোক বা পাওয়ার ম্যানেজমেন্ট কিংবা ক্যামেরা – স্পেসিফিকেশন সাধারণ বলে মনে হলেও, গুগলের স্পর্শে তা হয়ে ওঠে সুপারিয়র।

Google Pixel 6 ও Pixel 6 Pro ফোনের ওপর থেকে পর্দা সরলো

সম্প্রতি বহু আলোচিত নেক্সট জেনারেশন Pixel ফোনের উপর থেকে অবশেষে পর্দা সরিয়েছে গুগল। দু’টি নতুন ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন এনেছে তারা, একটি Pixel 6 ও অপরটি Pixel 6 Pro৷ টেক জায়ান্টটি জানিয়েছে, সেপ্টেম্বর-নভেম্বরের মধ্যে ফোন দু’টি অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে।

তবে ভারতীয় ক্রেতাদের বঞ্চিত করছে গুগল। পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো যেসব দেশের বাজারে উপলব্ধ হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতের নাম নেই৷ ফলে বিশ্বের অন্যতম বৃহত্তম স্মার্টফোন বাজারে পা রাখছে না গুগলের পিক্সেল ৬ সিরিজ।

বিষয়টি নিয়ে অবশ্য ভারতীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগেও কারণ দেখিয়ে পিক্সেল সিরিজের বেশ কিছু ফোন ভারতে আনেনি গুগল। ফলে পিক্সেল ৬ সিরিজের ভারতে লঞ্চ না হওয়ার ঘটনাটি খুব আশ্চর্যজনক নয়। প্রসঙ্গত, পিক্সেল ৪ সিরিজ ও পিক্সেল ৫ সিরিজ ভারতে না এলেও, সস্তায় পিক্সেল ৪ ভারতে লঞ্চ করেছিল গুগল।

Google Pixel 6 ও Google Pixel 6 ডিসপ্লে

চমক এখনও বাকি, সেই ইঙ্গিত করে দু’টি ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানায়নি গুগল। তবে কয়েকটি ফিচার কনফার্ম করেছে তারা। যেমন পিক্সেল ৬ ফোনে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে পিক্সেল ৬ প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি কিউএইচডি প্লাস ডিসপ্লে সহযোগে আসছে।

Google Pixel 6 ও Google Pixel 6 ক্যামেরা

গুগল পিক্সেল ৬ ফোনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে গুগল পিক্সেল ৬ প্রো-তে ট্রিপল ক্যামেরা রয়েছে – একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি আল্ট্রা ওয়াইড লেন্স, এবং একটি ৪x টেলিফটো লেন্স।

পিক্সেল ৬ সিরিজে ব্যবহৃত গুগলের নিজস্ব চিপসেট ফোটো আউটপুট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং মেশিন লার্নিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ফলে ফোটোগ্রাফি পারফরম্যান্সের দিক থেকে পিক্সেল ৬ সিরিজ যেকোনো ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দেবে বলে মত টেকমহলের।

Google Pixel 6 ও Google Pixel 6 সিরিজের প্রসেসর (Tensor)

পিক্সেল ৬ সিরিজ নিয়ে আলোচনার নেপথ্যে গুগলের নিজস্ব প্রসেসর টেনসর (Tensor)৷  হোয়াইটচ্যাপেল কোডনামের এই প্রসেসর পিক্সেল ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এআই, এমএল-এর শক্তি ছাড়াও ট্যান্সলেশন, ক্যাপশনিং, এবং ডিক্টেশনের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে টেনসর প্রসেসরে। টেনসেরের স্পেসিফিকেশন সামনে আসলে প্রযুক্তিগত ব্রেকথ্রুগুলি আরও স্পষ্ট হবে৷ এছাড়া গুগল পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনের হার্ডওয়্যারের সিকিউরিটিকে ঢেলে সাজিয়েছে। ফোনগুলিতে সবচেয়ে বেশি হার্ডওয়্যার নিরাত্তার স্তর রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

27 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

36 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

52 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

57 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago