আত্মনির্ভরতার পথে Google, Pixel 6 সিরিজের নিজস্ব প্রসেসর টেক্কা দেবে Snapdragon 870 কে

Google Pixel 6 সিরিজ কেমন স্পেসিফিকেশন ও ফিচার সহ আসবে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আবার Google Pixel 6 ও Google Pixel 6 Pro ফোন…

Google Pixel 6 সিরিজ কেমন স্পেসিফিকেশন ও ফিচার সহ আসবে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আবার Google Pixel 6 ও Google Pixel 6 Pro ফোন দুটিতে কোন চিপসেট ব্যবহার হতে চলেছে, তা এখন অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে রিপোর্ট বলছে, Pixel 6 সিরিজের জন্য Samsung-এর সাথে জোট বেঁধে Google কাস্টম চিপসেটের ওপর কাজ করছে, যার কোডনাম হোয়াইটচ্যাপেল (Whitechapel)।

গত মাসে, এক প্রযুক্তি কেন্দ্রিক নিউজ পোর্টালের দাবি ছিল, তারা এমন কিছু নথিপত্র দেখেছে, যা ইঙ্গিত দিচ্ছে Pixel 6 সিরিজে Google তার নিজস্ব চিপসেট (হোয়াইটচ্যাপেল) ব্যবহার করবে। জল্পনায় নতুন মাত্রা যোগ করে এখন একটি নতুন রিপোর্ট বলছে, Google-এর চিপের পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ (Qualcomm Snapdragon 870) চিপের সমতুল্য হবে।

টিপস্টার যোগেশের মতে, Google Pixel 6 সিরিজের কাস্টম চিপ হোয়াইটচ্যাপেল সরাসরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপকে চ্যালেঞ্চ ছুঁড়ে দেবে। Google Pixel ফোনে এতদিন ধরে আমরা Qualcomm-এর প্রসেসর দেখে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ফলে চিপসেটের ক্ষেত্রে Google-এর আত্মনির্ভরতা স্মার্টফোন দুনিয়ায় এক জোয়ার আনার অপেক্ষায়। যোগেশের দাবি, Google-এর প্রসেসর ৫ ন্যানোমিটার প্রসেসিং নোডের ওপর ভিত্তি করে তৈরি হবে। আর এর পারফরম্যান্স Snapdragon 870 ও Snapdragon 865-এর মধ্যবর্তী পর্যায়ে থাকবে।

জানিয়ে রাখি, স্ন্যাপড্রাগন ৮৭০ ফ্ল্যাগশিপ ক্যাটেগরির একটি প্রসেসর এবং এটি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের ওভারক্লক ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হয়েছিল। যোগেশ এও দাবি করেছে, গুগল কিন্তু তার আপকামিং চিপকে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮-এর সমকক্ষ করে তুলতে চাইছে না। পরিবর্তে গুগল মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই পারফরম্যান্সের ওপর মনোনিবেশ করছে। যেহেতু টেক জায়ান্টটির পৃথক কোনও মোবাইল গ্রাফিক্স শাখা নেই। তাই এর সাথে মালি জিপিইউ-এর কম্বিনেশন দেখা যেতে পারে।