Google Pixel 6a ভারতে পাওয়া যাবে Flipkart থেকে, ফাঁস হল দাম

গুগল (Google) তাদের Pixel স্মার্টফোন সিরিজের অধীনে প্রধানত প্রিমিয়াম রেঞ্জের হ্যান্ডসেটগুলিই অফার করে থাকে। তবে মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সংস্থাটি ‘a’ ব্র্যান্ডিংয়ের সাথে একটি তুলনামূলক সাশ্রয়ী Pixel ফোনও বাজারে লঞ্চ করে। গত বছর আগস্ট মাসে Google Pixel 5 সিরিজের অধীনে Pixel 5a হ্যান্ডসেটটি উন্মোচিত হয়েছে। আর গত মে মাসে আয়োজিত Google I/O 2022 ইভেন্টে এর উত্তরসূরি Google Pixel 6a-এর ওপর থেকে পর্দা সরানো হয়েছে। ডিভাইসটি Google Tensor প্রসেসরের সাথে এসেছে এবং এতে ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। আশা করা হচ্ছে, গুগলের এই হ্যান্ডসেটটি চলতি মাসেই ভারতীয় বাজারে লঞ্চ হবে। তবে লঞ্চের আগে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার Google Pixel 6a-এর ভারতীয় সংস্করণটির দাম প্রকাশ করেছেন। জুলাইয়ের শেষের দিকে এটি ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।

প্রকাশ্যে এল ভারতে Google Pixel 6a-এর দাম

টিপস্টার অভিষেক যাদব তার একটি সাম্প্রতিক টুইটে নয়া গুগল পিক্সেল ৬এ ফোনের দাম প্রকাশ করেছেন। তার টুইট অনুযায়ী, ভারতে এই গুগল হ্যান্ডসেটটির দাম হবে প্রায় ৩৭,০০০ টাকা।

এর আগে পরিচিত টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছিলেন যে, এদেশে পিক্সেল ৬এ-এর দাম প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি হবে। ভারতে হ্যান্ডসেটটির লঞ্চ এই মাসের শেষের দিকে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও, পিক্সেল ৬এ ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে কেনা যাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ভারতে পিক্সেল ৬এ-এর লঞ্চের বিবরণ প্রকাশ করেনি। তবে, গুগল আই/ও ২০২২ ইভেন্টে এই হ্যান্ডসেটটি বিশ্ব বাজারের জন্য ঘোষণা করার পর, কোম্পানি নিশ্চিত করে যে, ফোনটি এবছরের শেষের দিকেই এদেশে উপলব্ধ হবে। এর পাশাপাশি, গত মাসে একটি রিপোর্টে উল্লেখ করা হয় যে, গুগল পিক্সেল ৬এ-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পিক্সেল ৬ প্রো-এর চেয়ে দ্রুত হবে। তবে, টেক ইউটিউবার ইজামি গ্যাজেট (Izami Gadget) তার একটি ভিডিওতে জানান যে, মাত্র ৮ মিনিট ধরে একটানা ক্যামেরা ব্যবহার করলেই এই নয়া গুগল স্মার্টফোনটি গরম হয়ে যায়।

এছাড়াও, গত মাসে এক টিপস্টার Google Pixel 6a-এর অফিসিয়াল কেসগুলির ছবি অনলাইনে ফাঁস করেন। ফোনটি ডার্ক গ্রে এবং সফ্ট গ্রীন- এর মতো কালার অপশনে বাজারে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে।