Google Pixel 7 Pro দ্বিতীয় প্রজন্মের টেন্সর প্রসেসর সহ আসছে, ফাঁস হল রেন্ডার

বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন হিসাবে Google Pixel 7 সিরিজ চলতি বছরের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করতে পারে। কয়েক সপ্তাহ আগে Google Pixel 7 Pro এর রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। যেখান থেকে জানা যায়, এই ফ্ল্যাগশিপ মডেলটিকে ‘রিডিজাইন’ ক্যামেরা মডিউল দেখা যাবে। এখন আবার TechGoing -এর সৌজন্যে, সিরিজের Pro মডেলটির রিয়ার কেসের ডিজাইন আমাদের সামনে এসেছে। জানা যাচ্ছে, ফোনটির CAD-ভিত্তিক রেন্ডারের সাথে এই ডিজাইনের যথেষ্ট মিল আছে।

তদুপরি, ফাঁস হওয়া রেন্ডারের নিরিখে বলা যায়, গত বছর আগত Google Pixel 6 Pro এবং আপকামিং Google Pixel 7 Pro স্মার্টফোনের ডিজাইন প্রায় হুবহু। সেক্ষেত্রে বিদ্যমান ফোনটির মতো আসন্ন মডেলের ব্যাক প্যানেলেও পাতলা বেজেল পরিবেষ্টিত একটি অনুভূমিক বারে ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ অবস্থিত থাকতে দেখা গেছে। প্রসঙ্গত Google Pixel 6 -এর মতো Google Pixel 7 সিরিজ ভারতে আত্মপ্রকাশ নাও করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

Google Pixel 7 Pro ফোনের ব্যাক কেসের ডিজাইন হল ফাঁস, ক্যামেরা মডিউলে দেখা যাবে নতুনত্ব

গুগল পিক্সেল ৭ প্রো ফোনের ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, হ্যান্ডসেটটির সামনে এবং পিছনের ডিজাইন সম-প্রকৃতির হবে। তদুপরি ডিভাইসের ডান দিকে পাওয়ার বোতাম এবং ভলিউম রকার থাকবে। ফোনের নিম্নভাগে স্পিকার গ্রিল এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা গেছে। ফোনটি সামান্য কার্ভড-এজ এবং সরু বেজেল সহ আসবে।

আপকামিং এই হ্যান্ডসেটের পিছনের থাকা অনুভূমিক (হরাইজেন্টল) মডিউলে দুটি রেগুলার সাইজের সেন্সরকে একত্রে বসানো হয়েছে এবং আরেকটি লেন্সকে স্বতন্ত্রভাবে রাখা হয়েছে। সেন্সরগুলির ঠিক পাশেই LED ফ্ল্যাশ লাইট এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটি সেকেন্ডারি মাইক্রোফোন দেখা যাবে। এছাড়া আমাদের অনুমান, গুগল পিক্সেল ৭ প্রো -কে পূর্বসূরি পিক্সেল ৬ প্রো ফোনের ন্যায় প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সহ নিয়ে আসা হবে।

Google Pixel 7 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, গুগল পিক্সেল ৭ প্রো ফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৭ ইঞ্চি বা ৬.৮ ইঞ্চির কার্ভড OLED LTPO QHD+ ডিসপ্লে দেওয়া হবে। এটি দ্বিতীয় প্রজন্মের গুগল টেন্সর চিপসেট সহ আসবে বলেও শোনা গেছে। আবার স্টোরেজ হিসাবে এই আসন্ন ডিভাইসে ৫১২ জিবি পর্যন্ত রম এবং সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম থাকতে পারে। সর্বোপরি Pixel 7 Pro সম্ভবত গুগলের আপকামিং অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ১৩ চালিত ‘ফাস্ট এভার’ স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে।

গুগল পিক্সেল ৭ প্রো – স্টর্মি ব্ল্যাক, কাইন্ডা কোরাল, সোর্টা সিফোম এবং ক্লাউডি হোয়াইট শেড কালার অপশনের সাথে আসতে পারে। যদিও ফোনটির ক্যামেরা রেজোলিউশন বা ব্যাটারির বিশদ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা সম্ভব হয়নি।

Subheccha Das Poddar

Recent Posts

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

48 mins ago

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

11 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

11 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

13 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

13 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

14 hours ago