দুর্দান্ত ক্যামেরার Google Pixel 7 পেল IMDA থেকে ছাড়পত্র, লঞ্চ হওয়া এখন সময়ের অপেক্ষা

গুগল গত বছর অক্টোবর মাসে Google Pixel 6 সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরিয়েছিল। আর ইতিমধ্যেই কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের Pixel 7 লাইনআপের স্মার্টফোনগুলি বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপকামিং Pixel ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলিও আগামী অক্টোবর মাসে বিশ্ববাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের কয়েক মাস আগেই, Google Pixel 7 আরইএল কানাডা (REL Canada)-এর মতো সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হতে শুরু করেছে। আর এখন ডিভাইসটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) ডেটাবেসেও উপস্থিত হয়েছে। সার্টিফিকেশন সাইট থেকে কি কি তথ্য সামনে এল, চলুন দেখে নেওয়া যাক।

Google Pixel 7 লাভ করলো IMDA-এর সার্টিফিকেশন

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা নয়া গুগল পিক্সেল ৭ ফোনটিকে সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA)-এর সাইটে স্পট করেছেন। এর সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটটি ৫জি, ৪জি এবং ৩জি কানেক্টিভিটি অপশনের সাথে আসবে৷ এছাড়া, এই ডিভাইসে ব্লুটুথ, এনএফসি এবং ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে। যদিও, তালিকায় এগুলি ছাড়া ফোনটি সম্পর্কে আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ পায়নি। তবে, পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত বেশ কিছু রিপোর্ট ও সূত্র মারফৎ একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে, চলুন সেগুলি কি কি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

গুগল পিক্সেল ৭ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Google Pixel 7 Expected Specifications)

গুগল পিক্সেল ৭ সিরিজের হ্যান্ডসেটগুলি দেখতে প্রায় পূর্বসূরি পিক্সেল ৬ সিরিজের মতো হবে বলে জানা গেছে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটিতে দেখা যাবে ডুয়েল ক্যামেরা, আর পিক্সেল ৭ প্রো-এ থাকবে ট্রিপল ক্যামেরা ইউনিট। পিক্সেল ৭-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন১ প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৮ আল্ট্রাওয়াইড লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর প্রো মডেলটি উল্লেখিত দুটি সেন্সরের সঙ্গে অতিরিক্ত একটি ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ টেলিফটো সেন্সরের সাথে আসবে। আর উভয় ভ্যারিয়েন্টেই একটি ১০.৮৭ মেগাপিক্সেলের স্যামসাং ৩জে১ ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, Google Pixel 7-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর Pixel 7 Pro-এ অপেক্ষাকৃত বড় ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই দুটি ফোন অত্যাধুনিক গুগল টেনসর প্রসেসর দ্বারা চালিত হবে, যা শীঘ্রই লঞ্চ হবে বলে জানা গেছে। আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, আশা করা যায় যে উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড ১৩.০-এ রান করবে।