Tech News

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসবে Google Pixel 9 সিরিজ, ফাঁস সমস্ত মডেলের স্পেসিফিকেশন

গুগল পিক্সেল ৯ সিরিজ আগামী ১৩ আগস্ট লঞ্চ হতে চলেছে। এই সিরিজে চারটি মডেল থাকবে – পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল এবং পিক্সেল ৯ প্রো ফোল্ড। আর রিপোর্ট অনুযায়ী, এই মডেলগুলি চারটি কালার অপশনে আসবে। পারফরম্যান্সের জন্য এগুলিতে ব্যবহার করা হবে গুগলের নতুন টেনসর জি৪ চিপ। আবার সিরিজের বেস মডেল অর্থাৎ গুগল পিক্সেল ৯ মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং প্রো মডেলে দেখা যাবে তিনটি রিয়ার ক্যামেরা।

গুগল পিক্সেল ৯ সিরিজের ফোনগুলি আসবে চারটি কালারে

টিপস্টার স্টিভ এইচ ম্যাকফ্লাই (@OnLeaks) ৯১ মোবাইলসের সহযোগিতায় গুগল পিক্সেল ৯ সিরিজের মার্কেটিং ইমেজ ফাঁস করেছেন। ছবিগুলি থেকে সামনে এসেছে যে, ফোনগুলি ডিপ গ্রে, লাইট গ্রে, পিঙ্ক এবং অফ-হোয়াইট কালারে পাওয়া যাবে। দেখে মনে হচ্ছে এদের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যায মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

এছাড়া জানা গেছে গুগল পিক্সেল ৯ সিরিজের মডেলগুলির প্রান্তগুলি চকচকে হবে। আর পিছনের প্যানেলে দেখা যাবে ম্যাট ফিনিশ। এদিকে পিক্সেল ৯ ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা। আর পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল এবং পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলের পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হবে।

গুগল পিক্সেল ৯ সিরিজের স্পেসিফিকেশন প্রকাশ

ফাঁস হওয়া প্রোমোশনাল ইমেজ অনুযায়ী গুগল পিক্সেল ৯-এ থাকবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং ১২ জিবি র‌্যাম। আর পিক্সেল ৯ প্রো মডেলে পাওয়া যাবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং পিক্সেল ৯ প্রো এক্সএল-এ থাকবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ১৬ জিবি র‌্যাম। আবার পিক্সেল ৯ প্রো ফোল্ডে দেওয়া হবে আপগ্রেডেড ৬.৩ ইঞ্চি ডিসপ্লের কভার স্ক্রিন, ৮ ইঞ্চি মেইন ডিসপ্লে এবং ১৬ জিবি র‌্যাম। সব ফোনেই গুগলের নতুন টেনসর জি৪ চিপ থাকবে বলে মনে করা হচ্ছে।

মার্কেটিং ইমেজে দেখা যাচ্ছে বেস পিক্সেল ৯ আসবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। এতে ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর সহ ৪৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকবে। সেলফির জন্য ফোনটিতে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পিক্সেল ৯ প্রো এবং পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর। দুটি ফোনেই সেলফির জন্য ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১০.৫ মেগাপিক্সেল সেন্সর এবং আরও দুটি ১০.৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফির জন্য এতে পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

Puja Mondal

Recent Posts

Infinix Hot 50: যেমন লুকস তেমন ফিচার্স, সস্তায় জবরদস্ত ফোন লঞ্চ করছে ইনফিনিক্স

জনপ্রিয় বাজেট স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স ভারতে একটি নতুন মডেল লঞ্চের ঘোষণা করল, যার নাম Infinix…

11 mins ago

Bajaj: পেট্রলের থেকে কম খরচ, সেপ্টেম্বরে সম্পূর্ণ ইথানলে চলা বাইক আনছে বাজাজ

পরিবেশ দূষণ কমাতে সরকারের তরফে নির্মাতাদের পরিবেশবান্ধব যানবাহন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে বিভিন্ন সংস্থা…

33 mins ago

পুজোর আগে নতুন দু’চাকা কিনবেন? প্রায় 8000 টাকা দাম কমছে Bajaj Chetak-এর

Bajaj চলতি বছরে গ্রাহকদের জন্য একঝাঁক চমক নিয়ে হাজির হয়েছে। প্রথমে Pulsar 400, তারপর বিশ্বের…

3 hours ago

Airtel Wynk Music | বড় ঝটকা এয়ারটেল গ্রাহকদের, বন্ধ হয়ে যাচ্ছে 10 বছরের পুরানো পরিষেবা

Airtel গ্রাহকরা এতদিন বিভিন্ন প্ল্যান রিচার্জ করলে Wynk Music এর সাবস্ক্রিপশন পেতেন, যেখানে বিনামূল্যে বিজ্ঞাপন-মুক্ত…

4 hours ago

Indian Hockey: ভারত পেল শ্রীজেশের উত্তরাধিকার, আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় হকি দল

ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান ও স্বাগতিক চীন। ৮ থেকে…

4 hours ago

৩৭ বছর বয়সে অবসর ঘোষণা প্রাক্তন ১ নম্বর টি-২০ ব্যাটসম্যানের, অল্প সময়েই ছোটো ফরম্যাটে করেছিলেন রাজ

২০১৭ সালে ডেভিড মালান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অভিষেক ম্যাচেই…

5 hours ago