গোলাকার ডায়াল সহ Google আনছে প্রথম স্মার্টওয়াচ Pixel Watch, কোডনেম হবে Rohan

অবশেষে নিজেদের প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Google। সম্ভবত, আগামী বছরেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ ঘটবে এই স্মার্টওয়াচটির। Insider এর রিপোর্ট অনুযায়ী, গুগলের নতুন হার্ডওয়্যারের টিম এই স্মার্টওয়াচ তৈরি করছে, যার কোডনেম রাখা হয়েছে Rohan। স্মার্টওয়াচটির নাম এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও, এটি Pixel Watch নামে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Pixel Watch দাম ও লভ্যতা

গুগলের আসন্ন স্মার্টওয়াচের দাম কত রাখা হবে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এর দাম ফিটবিট ওয়াচের থেকে বেশী হতে পারে এবং এটি অ্যাপল ওয়াচ-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Pixel Watch সম্পর্কে কী জানা গেছে

সাধারণ ফিটনেস ট্র্যাকিং ফিচার যেমন, স্টেপ কাউন্ট এবং হার্ট রেট মনিটরিংয়ের সাথে আসতে পারে গুগলের প্রথম স্মার্টওয়াচ। নয়া এই ওয়্যারেবলে থাকবে ওয়্যারওএস ৩ (WearOS 3) অপারেটিং সিস্টেম। উল্লেখ্য, ওয়্যারওএস ৩ সহ কিছু মাস আগে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪।

ইনসাইডারের রিপোর্ট থেকে আরো জানা গেছে, পিক্সেল ওয়াচের ডিসপ্লেটি গোলাকৃতির। সময় এবং তারিখে সামঞ্জস্য আনার জন্য এতে কোনো ফিজিক্যাল বেজেল থাকবে না। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, স্মার্টওয়াচটি প্রতিদিন চার্জ দিতে হবে।

২০১৯ সালের একটি রিপোর্ট অনুযায়ী, এর আগেও গুগল তাদের স্মার্টওয়াচ লঞ্চ করার পরিকল্পনা নিয়েছিল। ২০১৭ সালে লঞ্চ হওয়া LG watch Sports এবং LG Watch Style স্মার্টওয়াচ দুটি পিক্সেল ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করে বাজারজাত করার কথা ছিল। সংস্থার এক কর্মচারীর মতে, এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা যায়নি, কারণ স্মার্টওয়াচগুলির ডিজাইন Pixel ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।