Google Pixel Watch একাধিক হেল্থ ফিচার সহ আগামী মে মাসে বাজারে আসছে

বেশ কয়েক মাস ধরেই Google এর স্মার্টওয়াচ, Pixel Watch নিয়ে চর্চা চলছে। একাধিক টিপস্টারের মাধ্যমে এবং মাইক্রোব্লগিং সাইট থেকে ফাঁস হয়েছে আসন্ন ঘড়িটির বিভিন্ন তথ্য। সেক্ষেত্রে এখন জনপ্রিয় টিপস্টার, Jon Proesser দাবি করলেন, চলতি বছরের ২৬ মে আত্মপ্রকাশ করতে পারে বহুল চর্চিত গুগলের Pixel Watch। এর আগে অনুমান করা হয়েছিল Google IO 2021 ইভেন্টে এই স্মার্টওয়াচের আত্মপ্রকাশ ঘটবে। তবে টিপস্টার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। এদিকে সংস্থার তরফ থেকে তাদের Pixel 6 এবং Pixel 5a স্মার্টফোন সম্পর্কিত তথ্য প্রকাশ করা হলেও, পিক্সেল ওয়াচ নিয়ে কিছু বলতে শোনা যায়নি।

তবে টিপস্টার Jon Proesser এর আগে ইলেকট্রনিক্স ডিভাইসের লঞ্চ সম্পর্কিত যেসব তথ্য প্রকাশ করেছিলেন, তার সবকটি প্রায় সঠিক ছিল। তাই এখন গুগল পিক্সেল ওয়াচ -এর লঞ্চ সংক্রান্ত তাঁর অভিমতকে কখনই অগ্রাহ্য করা যায় না। যদিও টিপস্টার তার টুইটে স্মার্টওয়াচটির লঞ্চের তারিখ জানালেও, এও স্মরণ করিয়ে দিয়েছেন যে, গুগল তাদের বিভিন্ন প্রোডাক্ট এর লঞ্চের দিনক্ষণ পিছিয়ে দেয়। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই।

এর আগে প্রজার দাবি করেছিলেন, পিক্সেল ওয়াচ ৬ স্মার্টওয়াচটির সাথেই লঞ্চ হতে পারে পিক্সেল ওয়াচ। কিন্তু তারপর তিনি জানান, পিক্সেল ওয়াচ লঞ্চ হতে দেরি হবে। ইতিমধ্যেই তিনি পিক্সেল ওয়াচের রেন্ডার ভিডিও ইউটিউবে আপলোড করেছেন। চলুন তার ভিডিও থেকে কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Google Pixel Watch স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফাঁস হওয়ার লিক এবং রেন্ডার থেকে জানা গেছে, পিক্সেল ওয়াচ প্রিমিয়াম স্মার্টওয়াচ সেগমেন্টে আসবে। প্রকাশিত থ্রিডি রেন্ডার থেকে জানা গেছে, আসন্ন নয়া স্মার্টওয়াচটি স্লিম এবং কার্ভড ডিসপ্লের সাথে আসতে চলেছে, যার চারপাশে জড়িয়ে রয়েছে মেটালিক ফ্রেম। ডায়ালের ডান দিকে দেখা গেছে একটি বড় ধরনের ক্রাউন বটন। কিন্তু এই বাটনের কার্যকারিতা এখনো পর্যন্ত জানা যায় নি। তবে প্রকাশিত রেন্ডারে ঘড়িটির হোমস্ক্রিনে দেখা গেছে ম্যাপ ইন্টিগ্রেশন, হার্ট রেট মনিটর এবং স্টেপ কাউন্টারের মত কিছু হেল্থ ট্র্যাকার।

এর আগে গুগলের তরফ থেকে একটি সার্ভে করা হয়েছিল। সেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়, তারা Wear OS এ কি ধরনের ফিচার দেখতে চান। সেখানে জনগণের পছন্দের তালিকায় জায়গা করে নেয় SPo2 ট্রাকিং, স্লিপ ডিটেকশন, স্লিপ এনালাইজার, হার্টবিট অ্যালার্ট, রিকভারি টাইম মনিটরিং, স্ট্রেস ট্রাকিং ইত্যাদি ফিচার। এছাড়া ছিল জিম ইকুপমেন্ট ও মেডিক্যাল ডিভাইস, রেপ ডিটেকশন এবং ক্যালরি ট্রাকিং ফিচারও। অনুমান করা হচ্ছে উপরোক্ত এই কয়েকটি ফিচার এবং ট্র্যাকার আপকামিং Google Pixel Watch স্মার্টওয়াচে থাকতে পারে।