Hangouts: প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে আর ডাউনলোড করা যাবে না Google-এর এই অ্যাপ

Apple অ্যাপ স্টোরের (App Store) পরে এবার Google Play-Store থেকে ক্লাসিক Hangouts App সরিয়ে নিলো জনপ্রিয় টেক জায়ান্ট গুগল (Google)। আজ্ঞে হ্যাঁ, এখন থেকে উপরোক্ত দুই প্ল্যাটফর্মে সার্চ করলেও আগ্রহীরা Hangouts App খুঁজে পাবেন না। অবশ্য এখনো যাদের ফোনে আলোচ্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা অবস্থায় রয়েছে, তারা সেটি ব্যবহার করতে পারবেন। কিন্তু ওয়ার্কস্পেস গ্রাহকদের মধ্যেও Hangouts App বর্তমানে অচল। কারণ সম্প্রতি হ্যাংআউটস অ্যাপের বদলে গুগল ওয়ার্কস্পেস ইউজারদের Google Chat অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে যা একাধিক নতুন ফিচারের সাথে বিদ্যমান।

গুগল যে ধীরে ধীরে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোর থেকে হ্যাংআউটস অ্যাপ্লিকেশনটিকে সরিয়ে নিতে চলেছে তা 9to5Google সর্বপ্রথম প্রকাশ্যে আনে। গুগল সংক্রান্ত খবরের বিশ্বস্ত উৎস রূপে পরিচিত উক্ত সংস্থার উল্লেখের পরবর্তী কিছুদিনের মধ্যেই Google অ্যাপল অ্যাপ স্টোর থেকে হ্যাংআউটস অ্যাপ তুলে নেয়। এরপরেও গুগল প্লে-স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উপলব্ধ ছিল, যা সম্প্রতি সরিয়ে ফেলা হয়েছে।

আসলে দীর্ঘদিন থেকেই গুগল তাদের হ্যাংআউটস অ্যাপটিকে তুলে নেওয়ার প্রক্রিয়ায় রত। সেক্ষেত্রে আলোচ্য অ্যাপের বদলে উৎসাহী ইউজারেরা যাতে গুগল চ্যাট অ্যাপ্লিকেশনটিকে বেছে নেন তার জন্য গুগল চেষ্টার কোনো খামতি রাখেনি। এমনকি এর আগে সংস্থাটি হ্যাংআউটস অ্যাপ থেকে গুগল চ্যাটে স্থানান্তরের জন্য ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। অতীতে এমন পদক্ষেপের মধ্যে দিয়ে হ্যাংআউটস অ্যাপ সম্পর্কে গুগলের ভবিষ্যৎ পরিকল্পনার আভাস কিছুটা হলেও পাওয়া যায়।

Gmail আপডেটের সঙ্গে রোলআউট হলো নতুন সুবিধা

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি মাসেই গুগল তাদের Chat এবং Spaces প্ল্যাটফর্মে কিছু নতুন ফিচার যুক্ত করেছে। এছাড়া সম্প্রতি Gmail ইউজারদের জন্য সংস্থাটি সম্পূর্ণ নয়া একটি আপডেট রোলআউট করেছে। সেখানেও ব্যবহারকারীরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য সুবিধার দেখা পাবেন। যেমন শেষোক্ত Gmail আপডেট একদম নতুন স্ট্যাটাস বার আইকনের সাথে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা Chats ও Spaces -এর মধ্যে ঠিক কোন প্ল্যাটফর্মে মেসেজ এসেছে তা টের পাবেন। আগে জিমেইলে এই সুবিধা উপলব্ধ ছিলনা। কিন্তু লেটেস্ট আপডেটের ফলে ডিসপ্লে আইকনগুলির মধ্যে ঈষৎ পার্থক্য আসায় ইউজারেরা উক্ত সুবিধা পেয়ে যাবেন।