Google: গুগল থেকে সরাতে পারবেন আপনার ‘দুষ্টু’ সার্চ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে বড় সুখবর

সাম্প্রতিককালে Google (গুগল) তার ইউজারদের জন্য একের পর এক নতুন ফিচার চালু করে চলেছে। সেই রীতি মেনে এবারও টেক জায়ান্ট সংস্থাটি তেমনই কিছু করতে চলেছে…

সাম্প্রতিককালে Google (গুগল) তার ইউজারদের জন্য একের পর এক নতুন ফিচার চালু করে চলেছে। সেই রীতি মেনে এবারও টেক জায়ান্ট সংস্থাটি তেমনই কিছু করতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে শোনা গিয়েছে যে, গুগল খুব শীঘ্রই এমন একটি নয়া ফিচার নিয়ে আসছে যা সর্বশেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলার অর্থাৎ ডিলিট করার বিকল্প দেবে। মূলত গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচার দেখতে পাওয়া যাবে।

এই বিষয়ে এক্সডিএ (XDA) ডেভেলপারের প্রাক্তন এডিটর-ইন-চিফ মিশাল রহমান বলেছেন যে, তিনি এই ফিচার সম্পর্কে জানতে পেরেছেন। গুগল প্রথম গত বছর মে মাসে ‘গুগল আই/ও’ (Google I/O) ইভেন্টে বৈশিষ্ট্যটি ঘোষণা করেছিল এবং তারপর জুলাই মাসে গুগলের আইওএস অ্যাপে এটি আসে। কিন্তু ২০২১ সালের পরে অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ফিচারটি রোল আউট হওয়ার কথা থাকলেও, এতদিন তা দেখা যায়নি। তবে এখন ফিচারটি আসবে বলে অনুমান করা যায়।

এদিকে কোম্পানিটি ডেস্কটপে এই ফিচার আনার পরিকল্পনা করছে কিনা তা স্পষ্ট নয় বলেই জানিয়েছেন মিশাল। কারণ Google, এটি কোন কোন প্ল্যাটফর্মে উপলব্ধ হবে তা নির্দিষ্ট করেনি। তাছাড়া সংস্থার সাথে যোগাযোগ করা হলে, তারা ইমেলের সাড়াও দেয়নি।

১১ই মে ‘Google I/O’ সম্মেলন অনুষ্ঠিত হবে

উল্লেখ্য, ইতিমধ্যে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্সের দিন ঘোষিত হয়েছে। আগামী ১১ই মে, ২০২২-এ এই বছরের ‘গুগল আই/ও’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি একটি দুই দিনব্যাপী সম্মেলন হবে, যাতে বিভিন্ন ধরনের সেশন থাকবে। এক্ষেত্রে প্রতিটি অধিবেশনে সফ্টওয়্যার সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এর পাশাপাশি প্রশ্ন ও উত্তর থাকতে পারে। এর বাইরে, অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) নিয়ে কিছু বড় ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।