Switch to Android: আইফোন থেকে সহজেই ডেটা ট্রান্সফার হবে অ্যান্ডয়েড ফোনে, গুগল আনল নয়া অ্যাপ

টেক জায়ান্ট গুগল (Google), আইওএস (iOS) ব্যবহারকারী যারা আইফোন (iPhone) থেকে অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে স্যুইচ করতে চান তাদের জন্য ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ (Switch to Android) নামের একটি নতুন অ্যাপ প্রায় চুপিসারে রিলিজ করলো। যদিও, বর্তমানে এটি অ্যাপ স্টোরে তালিকাভুক্ত নয়। যার অর্থ আইফোন ব্যবহারকারীরা সার্চ এই নয়া অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না এই মুহূর্তে। তবে এর কার্যকারিতা সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরেছি আমরা। সেক্ষেত্রে, ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপ – ডিভাইসে থাকা কন্টাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট, ফটো এবং ভিডিও সহ গুরুত্বপূর্ণ তথ্য ওয়্যারলেস পদ্ধতিতে স্থানান্তর করতে দেবে। প্রসঙ্গত, অ্যাপল (Apple) ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড থেকে আইওএস ডিভাইসে স্যুইচ করার জন্য প্লে স্টোরে একটি অনুরূপ অ্যাপ তালিকাভুক্ত রেখেছে।

Switch to Android অ্যাপ রিলিজ করলো গুগল, আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে করা যাবে ডেটা স্থানান্তর

নতুন ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপ কে’আনলিস্টেড’ অবস্থায় অ্যাপ স্টোরে পাওয়া গেছে। 9to5Google এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, এই অ্যাপকে সেই সকল আইফোন মালিকদের জন্য ডেভলপ করা হয়েছে, যারা অ্যাপলের ইকোসিস্টেম থেকে বেরিয়ে অ্যান্ড্রয়েডের সান্নিধ্য পেতে চান। এক্ষেত্রে, ‘ডেটা সুইচিং’ অ্যাপটি, বিদ্যমান আইফোন থেকে নতুন অ্যান্ড্রয়েড ফোনে যাবতীয় ডেটা স্থানান্তর করার প্রক্রিয়া স্বয়ং নির্দেশিত করবে ব্যবহারকারীদের। যেমন, আইমেসেজ (iMessage) নিষ্ক্রিয় করার পদ্ধতি দেখাবে এই অ্যাপ, যাতে অন্যান্য আইফোন থেকে আসা মেসেজ, এসএমএস (SMS) হিসাবে নতুন অ্যান্ড্রয়েড ফোনে ডেলিভার হয়ে যায়।

তদুপরি, স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের পুরোনো আইফোন থেকে নয়া অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে – কন্টাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট, ফটো এবং ভিডিও স্থানান্তর করতে সক্ষম হবেন। পূর্বে, আইফোন মালিকদের থেকে গুগল ড্রাইভে তাদের ডেটা স্থানান্তর করতে হত, যা বেশ খানিকটা স্টোরেজ অপচয় করতো। অথবা, গুগল স্টোরেজে স্পেস না থাকলে, অ্যান্ড্রয়েড ১২ ওএস চালিত ফোনে ইউএসবি টাইপ-সি কেবলের সাথে একটি লাইটিং সংযোগ করে ডেটা ‘ট্রান্সফার’ করতে হবে। তবে, এখন গুগল বিকশিত এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপলের আইক্লাউড (iCloud) থেকে সরাসরি গুগল ফটোস অ্যাপে ছবি ও ভিডিও স্থানান্তর করা যাবে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্যুইচ করার জন্য ২০১৫ সালে অ্যাপল ‘মুভ টু আইওএস’ (Move to iOS) নামের একটি অ্যাপ রোল-আউট করেছিল, যা গুগল প্লে স্টোরের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য। বিপরীতে, সদ্য প্রকাশ্যে আসা ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপটি অ্যাপ স্টোরে পাওয়া যাবে। জানিয়ে রাখি, এই বছরের শুরুতে, অ্যাপল ‘আনলিস্টেড অ্যাপ ডিস্ট্রিবিউশন’ সাপোর্ট যুক্ত করেছিল তাদের প্ল্যাটফর্মে, যা আইফোন ব্যবহারকারীদের ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য অ্যাপ ডাউনলোড করতে দেয়। সেক্ষেত্রে, রিপোর্টে বলা হয়েছে, অ্যাপ স্টোরে সার্চ করার সময় ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপটি দৃশ্যমান না থাকলেও, অ্যাপ স্টোরের ডিরেক্ট লিঙ্কে গিয়ে এই সুইচিং এনাবল অ্যাপকে অ্যাক্সেস করা যাবে।

আইফোনে ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করার প্রক্রিয়া নিচে দেওয়া হল (Here’s how to download and use the ‘Switch to Android’ app on iPhone)

১. স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন -https://apps.apple.com/in/app/id1581816143।

২. স্টার্ট বোতামে ক্লিক করার মাধ্যমে অ্যাপটি ইনস্টল করুন। তারপর, আপনার নতুন অ্যান্ড্রয়েড ফোনে দেখানো QR কোডটি স্ক্যান করুন।

৩. এবার, অ্যান্ড্রয়েড ফোনে আসা ডিভাইস তালিকা থেকে আপনার আইফোনের মডেলটি নির্বাচন করুন।

৪. কন্টাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট, ফটো এবং ভিডিও স্থানান্তরের জন্য টগলস (toggles) নির্বাচন করুন এবং ‘Continue’ বাটনে ট্যাপ করুন৷

৫. অনুলিপি বা কপি করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ‘iMessage’ ডিজেবল করতে ‘Go to Settings’ অপশনে ট্যাপ করুন৷

৬. পরবর্তী ধাপে, স্ক্রিনে দেখানো ‘Start request’ বিকল্পে ট্যাপ করে আপনার আইক্লাউড ডেটার কপি দেওয়া আর্জি করুন।

৭. পরিশেষে, উপরিউক্ত ধাপগুলি সম্পন্ন করার পর অ্যাপটি বন্ধ করুন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করতে থাকুন।

অ্যাপ স্টোরের লিস্টিং অনুসারে, স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার জন্য আইফোনে আইওএস ১২ (iOS 12) অপারেটিং সিস্টেম বা লেটেস্ট ইউজার ইন্টারফেস থাকতে হবে। সাথে আরো জানা গেছে যে, অ্যাপটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ডেটা স্থানান্তর সম্পূর্ণ করার জন্য ব্যবহারকারীর কাছে আইফোনের একাধিক সিস্টেম অ্যাক্সেস করার অনুমতি চাইবে। যার মধ্যে – লোকেশন, কন্টাক্ট ইনফর্মেশন, ইউজার কনটেন্ট, ইউসেজ ইনফরমেশন, আইডেন্টিফিয়ার্স সহ অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি যা ‘Data Linked to You’ অপশনে অন্তর্ভুক্ত আছে তা সংগ্রহ করবে। গুগল এখনও ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে, অ্যাপ স্টোরে কতদিনে এই অ্যাপ তালিকাভুক্ত করা হবে সে বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।