এই সমস্ত Microsoft ব্যবহারকারীদের জন্য রেড অ্যালার্ট জারি করল ভারত সরকার

Microsoft ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করলো সরকার৷ সম্প্রতি ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন (CERT-In) Microsoft Edge (ক্রোমিয়াম-ভিত্তিক) ওয়েব ব্রাউজারে বেশ কয়েকটি নতুন দুর্বলতার সন্ধান পেয়েছে। সরকারি সংস্থাটি জানিয়েছে যে, এর সুবাদে ব্যবহারকারীরা হ্যাকিং ও অন্যান্য সাইবার হামলার শিকার হতে পারেন। তাই ইউজারদের বিষয়টি সম্পর্কে সতর্ক থাকা একান্ত আবশ্যক। যারা জানেন না তাদেরকে বলে রাখি, সিইআরটি-ইন হল ভারত সরকারের নোডাল এজেন্সি, যা ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে। এই সরকারি সংস্থাটি সকল ব্যবহারকারীদেরকে ফিশিং অ্যাটাক এবং হ্যাকিংয়ের মতো সাইবার আক্রমণ সম্পর্কে অবহিত করে, যাতে আগেভাগেই এই ধরনের দুর্ঘটনা সম্পর্কে সতর্ক হতে পারেন ইউজাররা।

Microsoft Edge ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করলো CERT-In

সিইআরটি-ইন তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যে, মাইক্রোসফ্ট এজ (ক্রোমিয়াম-ভিত্তিক)-এ একাধিক দুর্বলতার খবর পাওয়া গেছে। সাইবার আক্রমণকারীরা যাবতীয় নিরাপত্তা বিধিনিষেধকে অতিক্রম করে দূর থেকেই শুধুমাত্র একটি বিশেষ কোড পাঠিয়ে এই দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে ইউজারদেরকে টার্গেট করতে পারে। ফলে বিষয়টি সম্পর্কে সতর্ক না থাকলে ব্যবহারকারীরা যে আগামী দিনে বড়োসড়ো বিপদের সম্মুখীন হতে পারেন, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Microsoft Edge-এর এই ভার্সনগুলি উক্ত দুর্বলতা দ্বারা প্রভাবিত হয়েছে

সিইআরটি-ইন-এর রিপোর্ট অনুযায়ী, ১০৯.০.১৫১৮.৬১-এর পূর্ববর্তী মাইক্রোসফট এজ ভার্সনগুলি আলোচ্য দুর্বলতার দ্বারা প্রভাবিত হয়েছে। তাই হ্যাকারদেরকে পরাস্ত করার লক্ষ্যে সিইআরটি-ইন সকল ব্যবহারকারীদেরকে ওয়েব ব্রাউজারের লেটেস্ট সিকিউরিটি প্যাচটি ইন্সটল করার পরামর্শ দিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হল, মাইক্রোসফ্ট ইতিমধ্যেই ব্রাউজারটির জন্য একটি নতুন ভার্সন ১০৯.০.১৫১৮.৬১ রোলআউট করতে শুরু করেছে, যেটি আলোচ্য দুর্বলতার জন্য প্রয়োজনীয় ফিক্স সহ এসেছে। অর্থাৎ, লেটেস্ট ভার্সনটি ইন্সটল করে নিলেই ব্যবহারকারীরা যাবতীয় বিপদের হাত থেকে সুরক্ষিত থাকতে সক্ষম হবেন।

Microsoft Edge কীভাবে আপডেট করবেন?

আগেই বলেছি যে, লেটেস্ট আপডেটটি এখন ব্যবহারকারীদের ডাউনলোডের জন্য উপলব্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইউজাররা হয়তো নতুন ভার্সনটি ইন্সটল করার জন্য তাদের ব্রাউজারটিকে রিস্টার্ট করার নোটিফিকেশনও পেতে শুরু করেছেন। সেক্ষেত্রে যদি কেউ না পেয়ে থাকেন, তাহলে ব্যবহারকারীদেরকে স্ক্রিনের উপরের ডান দিকের কোণে তিনটি ডটে ক্লিক করে সেটিংস (Settings)-এ যেতে হবে। সেটিংসের অধীনে ইউজারদেরকে অ্যাবাউট মাইক্রোসফট এজ (About Microsoft Edge)-এ ক্লিক করতে হবে এবং তারপরে লেটেস্ট আপডেটটি ইন্সটল হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে ইনস্টল হয়ে যাওয়া মাত্রই ব্যবহারকারীদেরকে পুনরায় ওয়েব ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে।