Elon Musk: ইতিহাস গড়লেন ইলন মাস্ক, মাত্র একদিনে সম্পত্তি বাড়ল ২ লক্ষ ৭১ হাজার কোটি টাকা

বিখ্যাত শিল্পপতি ইলন মাস্ক (Elon Musk) একদিনে তাঁর আয়ের পরিমাণ বৃদ্ধির রেকর্ড গড়ল। গতকাল অর্থাৎ সোমবার টেসলা (Tesla)-র সিইও আয় করেছেন ₹ ২,৭১,৫০,০০,০০০,০০০ বা ২.৭১ লক্ষ কোটি টাকা। হ্যাঁ ঠিকই পড়েছেন! যা দেখে চোখ কপালে ওঠারই কথা। এই অর্থের পরিমাণ হয়তো অনেকেরই সারা জীবন উপার্জনের চাইতেও অধিক, যা তিনি কেবল একদিনে আয় করেছেন। আসলে সোমবার হার্টজ গ্লোবাল হোল্ডিংস (Hertz Global Holdings) নামক গাড়ি ভাড়া খাটানোর একটি আমেরিকার সংস্থা টেসলাকে ১,০০,০০০ টি গাড়ি কেনার জন্য বরাত দেওয়াতেই এক ধাক্কায় সংস্থাটির সম্পত্তির পরিমান এতটা বেড়েছে।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, এর ফলে সংস্থাটির একদিনে ১৪.৫% বা ১,০৪৫.০২ ডলার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। সদ্য ট্রিলিয়ন ডলারের তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানি টেসলার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৯ বিলিয়ন ডলার। একাধিক সংস্থার মালিক ইলন মাস্কের অন্যতম একটি সাধের সংস্থা হল রকেট প্রস্তুতকারী সংস্থা স্পেসএক্স (SpaceX)। সিএনবিসি (CNBC)-র রিপোর্ট অনুযায়ী যেটির বর্তমান সম্পত্তি ১০০ বিলিয়ন ডলার। মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বর্তমানে ২৮৮.৬ বিলিয়ন ডলারেরও অধিক। তাঁর এই সম্পত্তি দিয়ে বিশ্বের অন্যতম দুটি সংস্থা যেমন Exxon Mobil Corp. অথবা Nike Inc.-কে অনায়াসেই কিনে নেওয়া যাবে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্স (Bloomberg Billionaires Index)-এর রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত একদিনে এত পরিমান আয় যা ইতিহাসে নেই। মাস্কের একদিনের আয় চীনের বিখ্যাত জলের বোতলের কোম্পানি Nongfu Spring Co. -এর মালিক পুঁজিপতি Zhong Shanshan-এর চাইতো অধিক। চলতি বছরে ১১৯ ডলার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে মাস্কের। ফলে বিশ্বের ট্রিলিয়ন ডলারের তালিকায় থাকা অ্যাপল (Apple), অ্যামাজন (Amazon), মাইক্রোসফট (Microsoft), অ্যালফাবেট (Alphabet)-এই সংস্থাগুলির সমকক্ষ হতে পেরেছে টেসলা।

জানিয়ে রাখি বিশ্বের ধনীতম ব্যক্তি অ্যামাজন (Amazon)-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos)-এর ঠিক পরের স্থানটিতে অর্থাৎ বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি এখন টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX)-এর মালিক ইলন মাস্ক (Elon Musk)।