ফিরতে পারে টিকটক সহ চীনা অ্যাপ, ২২ জুলাইয়ের মধ্যে ৭৯ টি প্রশ্নের জবাব চাইলো কেন্দ্র

ভারত সরকার কর্তৃক জনপ্রিয় ৫৯ টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান হওয়ার ঘটনায় ক্রমশ জটিলতা বাড়ছে। সূত্রের খবর, এবার অ্যাপগুলির নির্মাতা সংস্থার কাছে নোটিশ পাঠালো কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MEITY)। ওই নোটিশে অ্যাপগুলি সম্পর্কে ৭৯টি প্রশ্ন করা হয়েছে, যার মধ্যে বেশির ভাগ প্রশ্নই গোপনীয়তা বা নিরাপত্তা সংক্রান্ত। তিন সপ্তাহের মধ্যে সদুত্তর না পেলে অ্যাপগুলি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।

চীনা অ্যাপ্লিকেশনগুলির কাছে ৭৯টি প্রশ্নে সংস্থাগুলির কর্পোরেট উৎস, অ্যাপের সার্ভার, তহবিল, মূল কোম্পানির কাঠামো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এছাড়া তারা কিভাবে ইউজারের ডেটা ম্যানেজমেন্ট করে, সে বিষয়েও বিশদ জানতে চাওয়া হয়েছে। মন্ত্রক আশ্বাস চেয়েছে, ভারতীয় ইউজারের তথ্য কোনও বিদেশী সরকার বা কোনও তৃতীয় পক্ষ বা কোনো ব্যক্তিগত সত্তাকে স্থানান্তরিত হবে না।

অ্যাপগুলির কাছ থেকে সাড়া পেলে গোয়েন্দা সংস্থাগুলি থেকে প্রাপ্ত তথ্যের সাথে তাদের জবাবগুলি মিলিয়ে দেখা হবে। তারপর সংস্থাগুলির দেওয়া জবাবগুলি একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে, যেখানে বিচার বিবেচনা করে দেখা হবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা। নোটিশে বলা হয়েছে, আগামী ২২শে জুলাইয়ের মধ্যে সংস্থাগুলির তরফে কোনোরকম প্রতিক্রিয়া না দেখা গেলে অ্যাপগুলির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ী হয়ে যাবে।

অন্যদিকে, টিকটক এবং অন্যান্য চীনা অ্যাপ অপারেটররা বারবার বলছেন, ইউজারদের ডেটা সুরক্ষিত রাখা তাদের কর্তব্য, ডেটা পাচার করার অভিযোগ ভিত্তিহীন। ফলে মনে করা হচ্ছে টিকটক সহ বেশ কিছু অ্যাপ ৭৯ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ২২ জুলাইয়ের পর ফিরে আসলেও আসতে পারে।

প্রসঙ্গত, কিছুদিন আগে সরকার তথ্য প্রযুক্তি আইনের৬৯এ ধারা ব্যবহার করে দেশের সার্বভৌমত্বের কথা বলে ৫৯টি অ্যাপকে ব্যান করেছিল। যার পরে মনে করা হচ্ছিলো, টিকটক সহ কয়েকটি অ্যাপ সরকারের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যেতে পারে। যদিও আজই আমরা আপনাদের জানিয়েছে যে, সরকার রাজস্থান আদালতে একটি পিটিশন দিয়ে ব্যান হওয়া অ্যাপগুলির সেই অধিকার কেড়ে নিতে চলেছে। ফলে MEITY এর ৭৯টি প্রশ্নের উত্তর না দিয়ে অ্যাপগুলির ফিরে আসার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।