দিল্লী থেকে মীরাট রেল টানেলের জন্য চীনা সংস্থার সাথে ১১২৬ কোটি টাকার চুক্তি ভারত সরকারের

চীন – নামটা শুনলেই এখন বেশির ভাগ মানুষের চোখে-মুখে বিরক্তির উদ্রেক দেখা যায়। একদিকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে গোটা বিশ্ব চীনকে দুষছে, অন্যদিকে বিগত কয়েক মাসে ভারত এবং প্রতিবেশী দেশ চীনের মধ্যে রাজনৈতিক সম্পর্কের বেশ অবনতি হয়েছে; যার ফলে বহু ভারতীয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘বয়কট চায়না’ স্লোগান তুলেছেন। কিন্তু চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি কতটা যৌক্তিক, সেই নিয়েই ফের একবার প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে এবার, ভারতের মেট্রো পরিষেবার বিকাশের কাজে হাত লাগাতে চলেছে একটি চীনা সংস্থা। রিপোর্ট বলছে, নয়া দিল্লী থেকে মীরাট পর্যন্ত ৫.৬ কিলোমিটার প্রসারিত ভূগর্ভস্থ রাস্তা নির্মাণের জন্য সাংহাই ভিত্তিক একটি সংস্থার সাথে চুক্তি করেছে মোদী সরকার।

জানিয়ে রাখি এই চুক্তিটি কোনো নতুন ঘটনা নয়। গত বছর জুনে এই চুক্তিটির কথা সামনে এসেছিল। তবে সম্প্রতি, ভারত সরকার এবিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করেছে। সেক্ষেত্রে মাটির নিচে সুরঙ্গ পথ বানানোর জন্য চুক্তিবাবদ সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড (STEC) নামের সংস্থাটিকে এখনও পর্যন্ত ১,১২৬ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে দেশের প্রথম আঞ্চলিক র‌্যাপিড রেল ট্রানজিট সিস্টেম (RRTS) সম্পাদনকারী সংস্থা NCRTC (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন ট্রান্সপোর্ট কর্পোরেশন) জানিয়েছে, সরকার নির্ধারিত নিয়ম নির্দেশিকাগুলি অনুসরণ করেই চীন ভিত্তিক কোম্পানিটিকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে, এটি (STEC) দিল্লীর নিউ অশোক নগর থেকে উত্তর প্রদেশের সাহিদাবাদ পর্যন্ত ভূগর্ভস্থ টানেল নির্মাণ করবে।

বলা হচ্ছে, এই দিল্লি টু মীরাট ভায়া গাজিয়াবাদ করিডোরটি দেশের প্রথম আরআরটিএস করিডোর হিসেবে বাস্তবায়িত হতে চলেছে। সেক্ষেত্রে এক আধিকারিকের মত, এই নব নির্মায়মান রাস্তায় পাতাল রেল পরিবহণ শুরু হলে দিল্লি থেকে মীরাট যাওয়ার জন্য সড়কপথের তুলনায় প্রায় এক ঘণ্টা সময় কম লাগবে।

জানিয়ে রাখি, এই প্রকল্প পরিচালনার দায়িত্ব পেতে পাঁচটি সংস্থা প্রযুক্তিগত বিড জমা দিয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড – যোগ্য হিসেবে বিবেচিত হয়। এনসিআরটিসির একজন মুখপাত্র জানিয়েছেন, ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মীরাট করিডোরের জন্য প্রয়োজনীয় সমস্ত সিভিল ওয়ার্কের টেন্ডারগুলি সবুজ সংকেত পেয়েছে এবং প্রকল্পটি যথাসময়ে চালু করার জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। এই করিডোরটির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) ফান্ডিং করছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে, কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক, আরআরটিএস ট্রেনের চেহারাটি প্রথমবার সবার সামনে আনেন। রিপোর্ট অনুযায়ী, এটি উল্লিখিত করিডরে ঘণ্টায় ১৮০ কিলোমিটারের শীর্ষ গতিতে চলবে এবং এই ট্রেনগুলি তে স্টেইনলেস স্টিলের আবরণ থাকবে। এছাড়া, এয়ারোডায়নামিক আরআরটিএস ট্রেনগুলি হালকা ওজনের এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হবে বলে জানা গিয়েছে।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

15 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

39 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago