সুখবর, FAME-II প্রকল্পে বৈদ্যুতিন যানবাহনের উপর ভর্তুকির মেয়াদ বাড়ালো কেন্দ্র

মোদী সরকার দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে বদ্ধপরিকর। লক্ষ পূরণের তাগিদে কেন্দ্র এখন দরাজহস্তে বৈদ্যুতিক গাড়ি নীতি গ্রহণ করছে। যার প্রভাবে ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস (ফেম-টু) প্রকল্পে ব্যাটারির ক্ষমতা হিসেবে ভর্তুকির পরিমান ৫০ শতাংশ বেড়েছে।

বৈদ্যুতিন যাননাহন কিনতে দেশের নাগরিকদের মধ্যে উৎসাহ বাড়াতে ভারত সরকার এবার ফেম-টু প্রকল্পের অধীনে প্রাপ্ত আর্থিক সুবিধার মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে দিল। অর্থাৎ, প্রকল্পটি ২১ মার্চ, ২০২৪ সাল পর্যন্ত বৈধ। প্রসঙ্গত, দু,চাকার বৈদ্যুতিক যানের ক্ষেত্রে কিলোওয়াট পিছু ভর্তুকি বৃদ্ধি পেয়ে ১৫,০০০ টাকা হয়েছে। সেইসঙ্গে এখন ইলেকট্রিক টু-হুইলারের ক্ষেত্রে মোট দামের ৪০ শতাংশ পর্যন্ত ভর্তুকি মিলবে, যা আগে ছিল ২০ শতাংশ।

২০২৪ সাল পর্যন্ত ফেম-টু প্রকল্পে মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে ফিকির ইলেকট্রিক ভেহিকেল কমিটির চেয়ারম্যান সুলাজা ফিরোদিয়া মোতওয়ানি বলেছেন, ফেম-টু প্রকল্পের সম্প্রসারণ বৈদ্যুতিক গাড়ির স্তিমিত চাহিদাকে চাঙ্গা করে তুলবে।

তিনি যোগ করে আরও বললেন, অতিমারির কারণে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গাড়ি শিল্প ফেম-টু প্রকল্পের সম্প্রসারণের অপেক্ষাতেই ছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন