বেসরকারি হচ্ছেনা দেনার দায়ে ধুঁকতে থাকা MTNL, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিংহ চৌহানের

মাথায় ওপর দেনার পাহাড় – অথচ এখনই বেসরকারি হাতে যাচ্ছেনা রাষ্ট্রীয় মহানগর টেলিফোন নিগম লিমিটেড (বা MTNL)। শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান নিজেই একথা স্পষ্ট করে দিয়েছেন। এছাড়া দেনার বোঝা না নামা পর্যন্ত বিএসএনএল (BSNL) এবং এমটিএনএল (MTNL) -এর সংযুক্তিকরণ স্থগিত থাকবে বলেও ফের সামনে এসেছে।

এখনই বেসরকারি হচ্ছেনা MTNL – মন্ত্রী

যারা অবগত নন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ২০১৬-১৭ সাল থেকেই রাষ্ট্রায়ত্ত MTNL একটানা ক্ষতির মুখ দেখছে। এর ফলে ২০২১-২২ অর্থবর্ষে সংস্থাটির সম্পূর্ণ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে, ২,৬১৭ কোটি টাকা। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালে মন্ত্রী দেবুসিংহ চৌহান এ ব্যাপারে লিখিত জবাব দিয়েছেন। এরপরই সাফ সাফ তিনি জানিয়েছেন যে, হাজার ক্ষতি সত্ত্বেও তারা এমটিএনএলের বেসরকারিকরণের কথা এখনই ভাবছেন না।

BSNL-MTNL সংযুক্তিকরণ এখনই সম্ভব নয়

উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৯ সালে ক্ষমতাসীন বিজেপি সরকার দীর্ঘ ক্ষতির সাথে যুঝতে থাকা বিএসএনএল এবং এমটিএনএলের জন্য একটি দুর্দান্ত পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করে। সেসময় প্রয়োজন অনুযায়ী এই উভয় সংস্থার সংযুক্তিকরণেও সম্মতি দেওয়া হয়। কিন্তু সম্প্রতি এমটিএনএলের আর্থিক অবস্থা আরও বেহাল হওয়ায় উক্ত সংযুক্তিকরণ হয়তো এখনই সম্ভব হচ্ছে না। বিশেষত ২০২০ সালে সরকার খোদ যখন ব্যাপারটি বিলম্বিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, তখন জলদি বিএসএনএল-এমটিএনএল সংযুক্তিকরণের কোন সম্ভাবনা নেই বলেই আমাদের অনুমান।

এদিকে একইসাথে এদিন মন্ত্রীর উল্লেখ যে, গত ১৪ই জুন, কেন্দ্রের ক্যাবিনেট মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত মেনে সরকার BSNL -এর জন্য স্পেকট্রাম সংরক্ষণ করবে। এভাবেই 5G পরিষেবার চালুর ক্ষেত্রে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশে দাঁড়াতে চায়।

কেন্দ্রের কাছে কোটি কোটি টাকার দেনা প্রাইভেট টেলকোগুলির

অাবার শুক্রবার রাজ্যসভায় মন্ত্রীর বক্তব্যে সরকারের কাছে প্রাইভেট টেলকোগুলির ঋণের পরিমাণও উঠে এসেছে। মন্ত্রীর দাবি ২০১৮-১৯ অর্থবর্ষ পর্যন্ত শুধু লাইসেন্স ফি (LF) আর স্পেকট্রাম ইউসেজ চার্জ (SUC) বাবদ সরকার প্রাইভেট টেলকোদের থেকে মোট ১,৬২,৬৫৪.৪ কোটি টাকা পাবে!

ঠিকই পড়ছেন। এক্ষেত্রে হিসেব দিতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ইউসেজ চার্জ বাবদ কেন্দ্রের কাছে ভারতী এয়ারটেল (Bharati Airtel) গ্রুপের দেনা ২৯,৮৫৬ কোটি টাকা! ভিআই (Vi) -এর ক্ষেত্রে উক্ত দেনার পরিমাণ মোট ৫৯,২৩৬.৮ এবং জিও -র (Reliance Jio) ক্ষেত্রে ৪০৬.৪ কোটি টাকা।