grandparent scam spreading rapidly in india how to protect

Grandparent Scam: দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন জালিয়াতি, এই ফোন এলে এড়িয়ে চলুন

এতদিন পর্যন্ত আমরা যে সকল Online Scam-এর সম্পর্কে জেনেছি, তাতে স্ক্যামারা বিভিন্ন উপায়ে নানান বয়সের মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তবে, এবার Grandparent Scam নামের একটি নতুন জালিয়াতির সম্পর্কে জানা গেছে। যাতে প্রতারকেরা বয়স্ক মানুষকে নিজেদের শিকার হিসেবে বেছে নিচ্ছে। আর সহজেই বয়স্ক মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে।

Grandparent Scam-এ কিভাবে প্রতারণা করা হচ্ছে প্রবীণ নাগরিকদের সাথে?

এই ধরনের জালিয়াতিতে প্রতারকেরা নাতি-নাতনি হওয়ার ভান করে টার্গেট করা ব্যক্তির সাথে যোগাযোগ করে। তারপর তাকে বিশ্বাস করায় যে, সেই ব্যক্তি কোনো সমস্যায় আছে এবং তার অর্থের ভীষণ প্রয়োজন। এরপর প্রতারকেরা প্রবীণ ব্যক্তির আস্থা অর্জনের জন্য গাড়ি দুর্ঘটনা, মেডিকেল ইমারজেন্সি বা বিদেশে গ্রেপ্তারের মতো একাধিক কারণ দেখায়। এছাড়াও, এই কল সম্পর্কে কারো সাথে আলোচনা করতেও বারণ করে। আর তারপর অনলাইনে টাকা পাঠানোর অনুরোধ জানায়।

তাই, যদি কোনো বয়স্ক ব্যক্তি হঠাৎ দীর্ঘ সময় পর তার নাতি-নাতনিদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য অজানা নম্বর থেকে কল পান, তাহলে তাদের বুঝতে হবে এটি একটি প্রতারণামূলক কল। কারণ, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সন্তানেরা প্রথমে তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করে। তাই, এই ধরনের কল এলে সর্বদাই সতর্ক থাকা উচিত।

এছাড়াও, এই ধরনের কেলেঙ্কারিতে স্ক্যামাররা কল করার পরে জরুরী পরিস্থিতির কথা জানিয়ে সেই মুহূর্তেই টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। তাই এমন পরিস্থিতি সৃষ্টি হলে কখনোই তাড়াহুড়ো করে অনলাইনে টাকা স্থানান্তর করবেন না। সব সময় কলকারী ব্যক্তির সত্যতা যাচাই করে তারপরেই কোনো পদক্ষেপ গ্রহণ করবেন।

কিভাবে এই ধরনের Online Scam বা Grandparent Scam থেকে নিরাপদে থাকবেন?

  • যদি কোনো বয়স্ক ব্যক্তি এই ধরনের স্ক্যাম থেকে নিরাপদে থাকতে চান, তাহলে, অর্থনৈতিকভাবে সাহায্য চাওয়া ফোন পাওয়া মাত্রই পরিবারের অন্য সদস্যদের ঘটনাটি জানান।
  • ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে কখনোই কাউকে টাকা পাঠাবেন না।
  • অজানা-অচেনা নম্বর থেকে কল এলে তাদের সাথে ব্যক্তিগত এবং ব্যাঙ্কিং তথ্য শেয়ার করবেন না।
  • এই ধরনের কেলেঙ্কারির শিকার হলে অবিলম্বে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।