WhatsApp এর মাধ্যমে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ, কিভাবে বাঁচবেন জানুন

ইন্টারনেট সস্তা হওয়ার ফলে এখন বহু সংখ্যক মানুষ স্মার্টফোনেই দিনের বেশিরভাগ সময় কাটান। অফিস থেকে ঘরের কাজ, সবই হয় স্মার্টফোনের মাধ্যমে। কিন্তু এর ফলে কিছু সমস্যাও দেখা দিয়েছে। বেড়ে গিয়েছে অনলাইন প্রতারণার সম্ভাবনা। WhatsApp-এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে প্রতারণার কথা প্রায়শই শোনা যায়। এই ধরণের প্রতারণায় হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোন থেকে সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যাবে। ভারতে যেহেতু বিপুল সংখ্যক মানুষ WhatsApp ব্যবহার করেন তাই প্রতারকরা একেই হাতিয়ার করেছে। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে কি করতে হবে তা এখানে জেনে নিন।

কীভাবে WhatsApp এর মাধ্যমে পাতা হয় প্রতারণার ফাঁদ?

প্রতারকরা এই ভুয়ো মেসেজগুলি এমনভাবে সাজায় যেন তা একটুও সন্দেহজনক মনে না হয়। তাদের লিঙ্ক ও সাইটগুলি একদম আসল সাইটের মতোই দেখতে হয়। কিন্তু এতে ক্লিক করলে আপনার ব্যাঙ্কিং ডিটেল-সহ যে কোন তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে। এই ম্যাসেজ গুলি সাধারণত ইমেল, WhatsApp বা SMS-এর মাধ্যমে পাঠানো হয়, যার মধ্যে একটি URL দেওয়া হয়। বলা বাহুল্য যে WhatsApp-এর মাধ্যমে পাঠানো লিঙ্কেই মানুষ প্রতারিত হয় বেশি। তার কারণ WhatsApp-এ বিভিন্ন গ্রুপের মধ্য দিয়ে এই মেসেজগুলি ছড়াতে সুবিধা হয়। তাছাড়া আপনার চেনা কোনো বিশ্বস্ত কন্ট্যাক্ট এই মেসেজ ফরোয়ার্ড করলে আপনি সহজেই লিংকে ক্লিক করে ফেলতে পারেন।

এই ধরনের লিঙ্কে ক্লিক করলে কি হতে পারে?

এই প্রতারণামূলক লিঙ্কগুলি আপনাকে Facebook বা Instagram-এর মতো দেখতে কোন ফেক লগ-ইন পেজে নিয়ে যেতে পারে। এগুলি দেখতে একদম আসল সাইটের মত হবে কিন্তু আসলে এগুলি ভুয়ো সাইট। এছাড়া কোন ফেক ব্যাঙ্কিং পেজেও নিয়ে যেতে পারে এই ধরনের লিঙ্ক। আবার এমনও হতে পারে এই লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে একটি ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাবে। এই ম্যালওয়্যার আপনার ছবি ও ভিডিও-সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিতে পারে। এছাড়া আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আর্থিক ক্ষতিও ঘটাতে পারে।

কিভাবে বাঁচবেন প্রতারণা থেকে?

এই ধরনের প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হল আপনার স্মার্টফোনে একটি মোবাইল সিকিউরিটি অ্যাপ ইনস্টল করা। এই ধরনের অ্যাপগুলি শুধু অ্যান্টিভাইরাস হিসেবেই কাজ করে না, তার চেয়েও বেশি সুরক্ষা প্রদান করে। এতে প্রাইভেসি প্রোটেকশন, ডিভাইস ও WiFi সংক্রান্ত সুরক্ষার ব্যবস্থাও থাকে।