Happy Raksha Bandhan 2024 Wishes Stickers: রাখিবন্ধনে ভাই-বোন কে পাঠান পছন্দের স্টিকার, দেখুন কীভাবে

Happy Raksha Bandhan 2024 (Rakhi) WhatsApp Wishes Stickers: আজ অর্থাৎ 19 আগস্ট দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হবে রাখি উৎসব। বোনেরা ভাই ও বোনের ভালবাসার প্রতীক…

Happy Rakhi Raksha Bandhan 2024 How To Send Whatsapp Wishes Stickers Images

Happy Raksha Bandhan 2024 (Rakhi) WhatsApp Wishes Stickers: আজ অর্থাৎ 19 আগস্ট দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হবে রাখি উৎসব। বোনেরা ভাই ও বোনের ভালবাসার প্রতীক হিসেবে এই উৎসবে রাখি বেঁধে দেয় এবং তাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করে। আর, ভাইয়েরাও তাদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এই দিনে রাখি বাঁধার পাশাপাশি ভাই-বোনেরা একে অপরকে মিষ্টি খাওয়ায় এবং তাদের ভালো উপহারও দেয়।

শুধু তাই নয়, রাখীবন্ধনের দিনে অনলাইনে ভাই ও বোনেরা হোয়াটসঅ্যাপে স্টিকার, মেসেজ, ছবি পাঠিয়ে একে অপরকে অভিনন্দন জানায়। এই প্রতিবেদনে আমরা রাখি উপলক্ষে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্টিকার কীভাবে পাঠাবেন সে বিষয়ে জানাবো।

Happy Raksha Bandhan 2024 (Rakhi) WhatsApp Stickers

  • প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে যান এবং তারপরে একটি চ্যাট বক্স খুলুন।
  • এর পরে, টাইপিং টুলের কাছে ইমোজি আইকনে যান এবং এখানে আপনি GIF এবং Sticker আইকন দেখতে পাবেন।
  • স্টিকার আইকনে ক্লিক করার পর পাশে ‘+’ অপশন দেখতে পাবেন।
  • এখানে ক্লিক করলেই অনেক স্টিকার আসবে, এখানে রাখীবন্ধনের স্টিকার না থাকলে ডিসকভার স্টিকার অপশনে ট্যাপ করুন।
  • এর পরে, আপনাকে গুগল প্লে স্টোরে রিডাইরেক্ট করা হবে।
  • এবার সার্চ বারে রাখি বন্ধন লিখতে হবে।
  • এর পর সামনে অনেক স্টিকার প্যাক দেখতে পাবেন, আপনার পছন্দমতো স্টিকার ডাউনলোড করতে পারেন।
  • ডাউনলোড হয়ে গেলে স্টিকারগুলো আপনার চ্যাট বক্সে চিরতরে সেভ হয়ে যাবে।

এর পরে, আপনি সহজেই এটি যে কারও কাছে পাঠাতে পারেন।