বৈদ্যুতিক গাড়ি কিনলে পাওয়া যাবে ভর্তুকি, ইভি পলিসির ঘোষণা করল এই রাজ্য

বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তুতকারক ও ব্যবহারকারীদের উৎসাহ দিতে নানা সুবিধা ও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা চালু করেছে কেন্দ্র৷ আবার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পৃথক বৈদ্যুতিক গাড়ি নীতির প্রণয়ন করেছে গুজরাত, আসাম, কর্ণাটক-সহ বেশ কিছু রাজ্য৷ আগ্রহীদের কাছে বৈদ্যুতিক গাড়ি কেনা আরও সুবিধাজনক করে তুলতে এবার বৈদ্যুতিক গাড়ি নীতির ঘোষণা করল হরিয়ানা সরকার৷

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বুধবার বলেছেন, রাজ্য সরকার বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি একটি সরকারী বিবৃতিতে জানান, ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ানোর প্রয়াসে হরিয়ানা সরকার এবার থেকে বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের ভর্তুকি সহ নানা সুযোগ সুবিধা দেবে৷

তিনি ব্যক্তিগত গাড়ি কেনার পরিবর্তে কারপুলিং ব্যবস্থার পক্ষেও পরামর্শ দেন৷ দূষণ রোধে এখনো পর্যন্ত গুরগাঁওয়ে সিএনজি বাস চালাতে উৎসাহ দেওয়া হত৷ তবে এখন হরিয়ানা সরকার বৈদ্যুতিক বাস ও বৈদ্যুতিক অটো চালানোর উপর জোর দেওয়ার লক্ষ্য নিয়েছে৷

উল্লেখ্য, ইভির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বর্তমানে ভারতের প্রায় ১৫টি রাজ্য নিজস্ব বৈদ্যুতিক গাড়ি নীতি প্রণয়ন করেছে৷ যার আওতায় ব্যাটারিচালিত গাড়ির এক্স-শোরুমের দামের উপর ছাড়, রোড-ট্যাক্সে ছাড়, রেজিস্ট্রেশন ফি-তে ছাড়, এবং লোনে কম সুদের হার-সহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন