Harley Davidson এর LiveWire ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক বাইক LiveWire One শীঘ্রই লঞ্চ হবে

লক্ষ্য, ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার ধরা৷ আর সেই লক্ষ্য পূরণের তাগিদে গত মাসে হার্লে ডেভিডসন (Harley Davidson) একটি পৃথক এবং স্বাধীন সংস্থার ঘোষণা করে। নিজের প্রথম বৈদ্যুতিন মোটরসাইকেলের লাইভওয়্যার (Livewire)-এর নামে হার্লে ডেভিডসন নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ডের নামকরণ হয়। শীঘ্রই লাইভওয়্যার ব্র্যান্ডেড প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল জনসমক্ষে আনা হবে বলে হার্লে ডেভিডসন সেই সময় জানিয়েছিল।

লাইভওয়্যার ব্র্যান্ডের আপকামিং ইলেকট্রিক বাইক কী নামে আসবে, তা আমেরিকা যুক্তরাষ্ট্রের NHTSA (The National Highway Traffic Safety Administration) ওয়েবসাইট থেকে এবার জানা গেল। এছাড়াও, নথিপত্র থেকে বাইকটির বিষয়ে কিছু তথ্য সামনে এসেছে। ফলে খুব বাইটিকে তাড়াতাড়িই জনসমক্ষে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হল।

হার্লে ডেভিডসনের লাইভওয়্যার ব্র্যান্ডের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের নাম হবে লাইভওয়্যার ওয়ান (LiveWire One)। আবার অরিজিনাল মডেলের তুলনায় লাইভওয়্যার ওয়ানের পাওয়ার আউটপুট ব্যাপক পরিমাণে বাড়বে। ২০১৮ সালে বাজারে পা রাখা অরিজিনাল লাইভওয়্যার ইলেকট্রিক মোটরসাইকেল ৭০ বিএইপি পাওয়ার উৎপাদন করতে সক্ষম ছিল। সেখানে লাইভওয়্যার ওয়ানের পাওয়ার আউটপুট হবে ১০১ বিএইচপি।

NHTSA এর ওয়েবসাইটে LiveWire One কে ২০২১ মডেল হিসেবে দেখানো হয়েছে। ফলে এই বছরেই এই ইলেকট্রিক মোটরসাইকেলের গ্লোবাল লঞ্চ ও বিক্রি শুরু হয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন