Harley Davidson নতুন ব্র্যান্ডের অধীনে Livewire One ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল

প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার ধরতে হার্লে ডেভিডসনের (Harley Davidson) এটি দ্বিতীয় প্রচেষ্টা। মে মাসে, হার্লে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল লাইভওয়্যার (Livewire)-এর নামে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড প্রতিষ্ঠা করে। মূল সংস্থা থেকে পৃথক করে তারা জানায়, লাইভওয়্যার ব্র্যান্ডের অধীনে তারা ভবিষ্যতে ব্যাটারিচালিত মোটরসাইকেল আনবে৷ আর হলও তাই! গতকাল, লাইভওয়্যার তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লাইভওয়্যার ওয়ান (Livewire One) মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে। নতুন বোতলে পুরনো মদের মতো অরিজিনাল হার্লে ডেভিডসনে লাইভওয়্যারে অল্পস্বল্প পরিবর্তন করে সেটি লাইভওয়্যার ওয়ান বলে লঞ্চ হয়েছে।

Livewire One ব্যাটারি ও মোটর

লাইভওয়্যার ওয়ান ১৫.৫ কিলোওয়াট ব্যাটারি প্যাক এবং ৭৮ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর-সহ এসেছে। লাইভওয়্যার দাবি করেছে যে, এই মোটরে সর্বোচ্চ ১০৫ এইচপি শক্তি ও ১১৭ এনএম টর্ক পাওয়া যাবে। ব্যাটারি ফুল থাকলে লাইভওয়্যার ওয়ান শহরের রাস্তায় একটানা ২৩৫ কিমি ও হাইওয়েতে ১১৩ কিমি পথ চলতে পারবে।

শক্তিশালী মোটরের দৌলতে লাইভওয়্যার ওয়ান মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতি এবং ঘন্টায় ১৭৭ কিমির সর্বোচ্চ গতিসীমা স্পর্শ করতে সক্ষম৷ লাইভওয়্যার ওয়ানের ব্যাটারি ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ যার ফলে ডিসি ফাস্ট চার্জার দিয়ে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে এক ঘন্টা সময় লাগবে৷ আবার ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪৫ মিনিট৷

Livewire One ফিচার

লাইভওয়্যার ওয়ানে নেভিগেশন, ব্যাটারি স্ট্যাটাস, এলার্ট মনিটর করা সহ প্রয়োজনীয় তথ্য দেখার জন্য টিএফটি এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়া এই বৈদ্যুতিক বাইকে সিক্স-অ্যাক্সিস আইএমইউ, কর্নারিং এবিএস, রাইডিং মোড (স্পোর্ট, রোড, রেঞ্জ, এবং রেইন) পাওয়া যাবে।

Livewire One দাম

লাইভওয়্যার ওয়ানের দাম ২১,৯৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা ১৬.৪১ লাখ টাকার সমান। অরিজিনাল হার্লে ডেভিডসন লাইভওয়্যারের চেয়ে এর দাম প্রায় ৭,৮০০ ডলার (বর্তমান এক্সচেঞ্জ রেটে ৫ লাখ ৮১ হাজার) কম। আগামী বছর থেকে আর্ন্তজাতিক বাজারে লাইভওয়্যার ওয়ানের বিক্রি শুরু হবে। সুদূর ভবিষ্যতে এটি ভারতেও পা রাখবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন