Harmano Hearfit: ইয়ারফোনের পর এবার স্মার্টওয়াচ আনছে জনপ্রিয় কোম্পানি হারমানো

বিশ্বজুড়ে স্মার্টওয়াচের চাহিদা এখন তুঙ্গে। ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে স্মার্টওয়াচগুলির ভূমিকা অনস্বীকার্য। তাই মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইলেকট্রনিক্স ডিভাইস প্রস্তুতকারক সংস্থাগুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় রপ্ত। এবার ভারতে স্মার্টওয়াচের বাজার ধরতে উদ্যোগী হল দেশীয় অডিও ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড Harmano। শীঘ্রই ভারতে আসতে চলেছে সংস্থার প্রিমিয়াম রেঞ্জের স্মার্টওয়াচ সিরিজ। Harmano Hearfit নামের স্মার্টওয়াচের‌ সাথে উল্লেখিত মার্কেটে পা রাখতে চলেছে সংস্থাটি। তাদের দাবি, নতুন এই স্মার্টওয়াচ বিশ্বমানের ফিচার অফার করতে সক্ষম। এতে থাকবে স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত উন্নততর একাধিক ফিচার।

ইতিমধ্যেই অডিও ডিভাইস প্রস্তুতকারক হিসেবে সুপরিচিত হারমানো সংস্থা। যুব সম্প্রদায়ের মধ্যে এর হেডসেট এবং ইয়ারফোন যথেষ্ট জনপ্রিয়। এবার হারমানো প্রিমিয়াম স্মার্টওয়াচ সিরিজও বাজারে আসছে।

আসন্ন এই স্মার্টওয়াচের জন্য কোম্পানিটির ট্যাগলাইন হলো ‘উই ক্রিয়েট হ্যাপিনেস’ অর্থাৎ আমরা আনন্দ তৈরি করি। হারমানো সংস্থাটির উদ্দেশ্যই হলো বেশি সংখ্যক মানুষের কাছে তাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়া এবং তারপর তাদের ক্রেতার সংখ্যা বাড়ানো। এই উদ্দেশ্য চরিতার্থ করতেই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে সংস্থার প্রিমিয়াম রেঞ্জের স্মার্টওয়াচগুলি।

যদিও এখনও পর্যন্ত Harmano Hearfit স্মার্টওয়াচে কি কি ধরনের ফিচার থাকবে এবং এর দাম কি হবে , সেই বিষয়ে কোনো তথ্য সংস্থার তরফ থেকে জানানো হয়নি।