এখনও ভ্যাকসিন নেননি? HealthifyMe এর মাধ্যমে তাড়াতাড়ি বুক করুন স্লট

আপনি যদি এখনো COVID-19 -এর ভ্যাকসিন না নিয়ে থাকেন তাহলে জানিয়ে দিই যে, দেশীয় ফিটনেস স্টার্টআপ অ্যাপ্লিকেশন HealthifyMe -এর মাধ্যমে এখন আপনি ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন। সংস্থাটি তাদের এই অ্যাপকে, কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা CoWIN পোর্টালের অধীনে একটি ‘অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার’ (ASP) রূপে রেজিস্টার করিয়েছে। ফলে, এই অ্যাপটির প্রামাণিকতা সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। কার্যকারিতার দিক থেকে এই অ্যাপটি, ব্যবহারকারীকে ভ্যাকসিন সেন্টারের খোঁজ দেওয়ার এবং সেই সম্পর্কে নোটিফাই করার পাশাপাশি এখন স্লট বুক করার সুবিধাও প্রদান করছে এখন। আসুন এই অ্যাপটির মাধ্যমে কীভাবে ভ্যাকসিন স্লট বুক করা যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

HealthifyMe অ্যাপের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিনের স্লট বুক করার পদ্ধতি

১. এই অ্যাপটির মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুক করার জন্য প্রথমেই আপনাকে অ্যাপটিকে ডাউনলোড বা ওপেন করতে হবে এবং তারপর স্ক্রিনের নিচে ডানদিকে থাকা VaccinateMe সেকশনে চলে যেতে হবে।

২. এবার, পিন-কোড অথবা জেলার নাম এন্টার করুন এবং আপনার নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারগুলিকে সম্পর্কে জানতে সার্চ বাটনে ক্লিক করুন।

৩. এখন, স্লট খালি আছে এমন ভ্যাকসিন সেন্টারগুলির একটি তালিকা দৃশ্যমান হবে স্ক্রিনে। এখন থেকে আপনি যেই ভ্যাকসিন সেন্টারে যেতে চান সেটিকে চয়ন করুন এবং বুক বাটনে ক্লিক করুন।

৪. এরপর, Vaccinate.me ওয়েবসাইটটি আপনাকে ওটিপি ব্যবহারের মাধ্যমে লগ-ইন করতে বলবে। লগ-ইন করার পর, সেই ব্যক্তিটিকে চয়ন করুন যার জন্য আপনি ভ্যাকসিন স্লট বুক করছেন।

৫. পরিশেষে, এই পুরো প্রক্রিয়াটি পূর্ণ হয়ে গেলে, রিয়েল-টাইম উপলভ্যতার অধীনে একটি স্লট বুক হয়ে যাবে এবং ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট দিন-সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে।

ভ্যাকসিন স্লট বুক করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে

HealthifyMe দ্বারা চালু করা এই নয়া ভ্যাকসিন স্লট বুকিং এবং সার্চিং -এর প্রক্রিয়াটিকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করা যাবে। সংস্থাটি জানিয়েছে যে, তাদের VaccinateMe, under45, BloreVaccine এবং mhVaccineTracker প্ল্যাটফর্মগুলি এখনো পর্যন্ত ১২ মিলিয়নেরও অধিক দেশবাসীকে ভ্যাকসিন স্লট খুঁজতে সাহায্য করেছে এবং এসএমএস, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন সংক্রান্ত অ্যালার্ট প্রেরণ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন