Hero Electric হাত মেলাল Kotak Mahindra ব্যাঙ্কের সাথে, ই-স্কুটারের উপরে মিলবে সহজ লোন

ব্যাটারিচালিত স্কুটার নির্মাণে হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সুখ্যাতি গোটা দেশ জুড়ে। দেশের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাণকারী হওয়ার দরুণ তাদের ব্যবহারকারীরা সংখ্যাও সর্বাধিক। আবার হালে নতুন গ্রাহক ধরতে বিভিন্ন আর্থিক সংস্থার সাথে জোট বেঁধে সহজ ফিন্যান্সিং অফার করা শুরু করেছে তারা৷ এর ফলে ক্রেতারা তাঁদের পছন্দ ও ক্ষমতা অনুযায়ী স্কুটার কেনার জন্য লোনের সুবিধা পেতে চলেছেন। এবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে (Kotak Mahinda Bank)-এর শাখা কোটাক মাহিন্দ্রা প্রাইম লিমিটেড (Kotak Mahindra Prime Ltd)-র সাথে গাঁটছড়া বাঁধার ঘোষণা করল হিরো ইলেকট্রিক৷

উল্লেখ্য, এর আগে আইডিএফসি (IDFC) ফার্স্ট ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), অ্যাক্সিস (Axis) ব্যাঙ্ক ও এলঅ্যান্ডটি ফাইনান্স (L&T Finance)-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিল হিরো ইলেকট্রিক। সংস্থা সূত্রে খবর, কোটাক মাহিন্দ্রার সাথে হাত মেলানোর সুবিধা স্বরূপ হিরো ইলেকট্রিকের যে কোনও বৈদ্যুতিক স্কুটারের এক্স-শোরুম মূল্যের পুরোটাই লোন হিসেবে পাবেন গ্রাহকেরা। যা পরিশোধের সময়সীমা ১২-৩৬ মাস।

এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, গ্রাহকদের কাছে যাতে আরও সহজে বৈদ্যুতিক টু-হুইলারগুলি পৌঁছে দেওয়া যায়, তাই ব্যাঙ্ক নয় এমন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সাথে জোট বাঁধা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা যুক্ত এই বৈদ্যুতিক টু-হুইলারগুলির চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। সেগুলি দেশের টিয়ার ১ শহর এবং গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদক্ষেপ।

আবার হিরো ইলেকট্রির সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) মন্তব্য করেন, “যেহেতু ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বৃদ্ধির সাক্ষ্য বহন করে, তাই এই ক্ষেত্রটিকে উন্নত করতে ফাইন্যান্সিং হল অন্যতম উপায়।” তিনি যোগ করেন, “পরিবেশবান্ধব স্কুটারগুলি দেশের টিয়ার ১ শহরগুলি পেরিয়ে গ্রামাঞ্চলের মানুষের কাছে আরামদায়ক কিস্তির সুবিধায় পৌঁছে দিতে কোটাক প্রাইমের সাথে জোট হল অপর একটি পদক্ষেপ। এগুলি আমাদের গ্রাহকদের চলাফেরার খরচ সাশ্রয় করতে এবং সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে।”