লাইসেন্স না থাকলেও এই পাঁচ ইলেকট্রিক স্কুটার নিয়ে রাস্তায় বেরোনো যায়, দাম 42,999 থেকে শুরু

সাইকেল থেকে এবার স্কুটারে আপগ্রেড হতে চাইছেন? লাইসেন্স নেই বলে পিছপা হওয়ার দরকার নেই কিন্তু‌‌। কারণ আমাদের দেশের নিয়ম বলে ২৫০ ওয়াটের কম ক্ষমতা ও…

সাইকেল থেকে এবার স্কুটারে আপগ্রেড হতে চাইছেন? লাইসেন্স নেই বলে পিছপা হওয়ার দরকার নেই কিন্তু‌‌। কারণ আমাদের দেশের নিয়ম বলে ২৫০ ওয়াটের কম ক্ষমতা ও ঘন্টা প্রতি গতিবেগ ২৫ কিমির মধ্যে সীমাবদ্ধ, এমন ব্যাটারি চালিত স্কুটার চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। এমনকি এ ক্ষেত্রে রেজিস্ট্রেশনও অপরিহার্য নয়। ফলে কাছেপিঠে যাওয়ার জন্য নবীন থেকে প্রবীণ সবার কাছে কম-গতির ইলেকট্রিক স্কুটার বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রতিবেদনে সাধ্যের মধ্যে থাকা তেমনই পাঁচ মডেলেই সন্ধান রইল।

  1. Ampere Reo Elite

অ্যাম্পিয়ার রিও এলিট লেড অ্যাসিড ও লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়েন্টে উপলব্ধ। প্রথমটির দাম ৪২,৯৯৯ টাকা। চারটি রঙে বেছে নেওয়া যায়। পুরোপুরি চার্জে ৫৫-৬০ কিমি অব্দি দৌড়তে পারে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট,ও ইউএসবি চার্জিং পোর্টের মতো আধুনিক বৈশিষ্ট্য বর্তমান এই বৈদ্যুতিক স্কুটারে।

  1. Okinawa R30

ওকিনাওয়া আর৩০ সম্পূর্ণ চার্জে ৬০ কিমি পাড়ি দিতে সক্ষম। স্কুটারটিতে ই-এবিএস সহ রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, এলইডি হেডলাইট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়। দাম ৬৪,০০০ টাকা।

  1. Okinawa Lite

তালিকায় ওকিনাওয়ার আরও একটি ২৫০ ওয়াটে ক্ষমতার মোটর ও ১.২৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম ব্যাটারিযুক্ত ই-স্কুটার হল ওকিনাওয়া লাইট। মূল্য ৬৭,০০০ টাকা। হালকা ওজনের এই বৈদ্যুতিক স্কুটারে ১.২৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন বদলযোগ্য ব্যাটারি দেওয়া হয়েছে। এক চার্জে ৬০ কিমি চলতে পারে। ৫ ঘন্টার মধ্যে ০-১০০ শতাংশ চার্জ হয়। আবার  ব্যাটারিটি খুলে নিয়ে নিজের ঘরে চার্জ দেওয়ার সুবিধা পাওয়া যায়। স্পার্কেল ব্লু ও স্পার্কেল হোয়াইট কালার কম্বিনেশনে পাওয়া যায় ওকিনাওয়া লাইট। প্রধান বৈশিষ্ট্যগুলি হল এলইডি হেডলাইট, হ্যাজার্ড ল্যাম্প, অ্যান্টি থেফট ব্যাটারি লক মেকানিজম, রিজেনারেরেটিভ ব্রেকিং সিস্টেম, প্রভৃতি।

  1. Hero Optima LX

হিরো অপ্টিমা এলএক্স ইলেকট্রিক স্কুটারের দাম ৬৭,৪৪০ টাকা। সম্পূর্ণ চার্জে ৮৫ কিমি রাস্তা অতিক্রম করতে পারবে বলে সংস্থার দাবি। লো-স্পিড তালিকাভুক্ত হওয়ার কারণে ঘণ্টায় ২৫ কিমির বেশি গতি উঠবে না। এর অভ্যন্তরে অবস্থিত ৫১.২ ভোল্টের ব্যাটারি পুরোপুরি চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে। এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি পোর্ট,ও অ্যালয় হুইলের মতো ফিচার রয়েছে এতে

  1. Hero Eddy

Hero Eddy বৈদ্যুতিক স্কুটার প্রিমিয়াম সেগমেন্টে এসেছে। মূল্য ৭২,০০০ টাকা। ই-স্কুটারটার ৫১.২ ভোল্টের ব্যাটারি যা চার্জে পরিপুষ্ট অবস্থায় ৮৫ কিমি চলতে সক্ষম। সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে ৪-৫ ঘণ্টা। হলুদ এবং হালকা নীল রঙে উপলব্ধ এটি। মুখ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফাইন্ড মাই বাইক, ই-লক, বড় বুটস্পেস, ও রিভার্স মোড। সংস্থার দাবি, টুকটাক যাতায়াতের জন্য Hero Eddy আদর্শ বিকল্প।